মাদ্রিদ: ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন এই ক্লাবের হয়ে খেলবেন। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে। পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলারকে রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে স্প্যানিস ক্লাবটি। সেন্তিয়াগো বার্নাব্যুর গ্যালারির ৮০ হাজার দর্শকের সামন খেলতে নামবেন এমবাপে। কিন্তু কার্লো আনসেলোত্তির দলে ধারাবাহিক সুযোগ পাবেন তো ফরাসি তারকা? এবার সেই খোলসা করলেন রিয়াল মাদ্রিদের ম্য়ানেজার। 


লস ব্ল্যাঙ্কোস শিবিরে এমনিতেই রয়েছেন জুড বেলিংহাম, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রের মত তরুণ তারকা রয়েছেন রিয়ালে। এমবাপে মাঠের বাঁদিক ধরে খেলেন। অর্থাৎ লেফট উইং ধরে খেলে থাকেন। কিন্তু রিয়াল মাদ্রিদে এই জায়গায় নিজের জায়গা ইতিমধ্যেই পাকা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তাহলে কোথায় খেলবেন এমবাপে? আদৌ কি তাহলে প্রথম একাদশে সুযোগ মিলবে তো? আনসেলোত্তি বলছেন, "এটা আমার দায়িত্ব যে এমবাপের জন্য দলে জায়গা পাকা করা। ওর খেলার সুযোগ তৈরি করে দেওয়া। আপাতত রিয়াল শিবিরে যে পরিকল্পনামাফিক খেলা হচ্ছে, তাতে এমবাপেকে সেন্ট্রাল অ্যাটাকিং প্লেয়ার হিসেব খেলানো হতে পারে। সেক্ষেত্রে লেফট উইংয়ে জুনিয়র ও রাইট উইংয়ে রদ্রিগোকে খেলানো হবে।


 






২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য এমবাপে রিয়ালে যোগ দেওয়ার পর বলেছিলেন, ''অনেক রাত এই স্বপ্ন দেখেছি। আজকে সেটা আমার জীবনে সত্যি হলো।খুবই খুশি। রিয়াল প্রেসিডেন্ট এবং যারা আমাকে এখানে আনার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। এখানে আসার প্রক্রিয়া কঠিন ছিল। কিন্তু এখন সেটা বাস্তব। এখন আমি রিয়াল মাদ্রিদের ফুটবলার। আমার পরিবার ও খুব খুশি।''


এমবাপে আরও বলেছিলেন, ''এখন আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে সব কিছু জেতা। এটা বলতে চাই, এই ক্লাব, এই ব্যাজের জন্য নিজের জীবন বাজিরেখে খেলব। জীবন বাজি রেখে লড়ব। আশা করি, এই ক্লাবের হয়ে ইতিহাস লিখব। শিশুদের বলতে চাই, আমি তোমাদের মতোই ছিলাম। একটা স্বপ্ন ছিল। আজ স্বপ্নকে সত্যি করতে পেরেছি। একটাই উপদেশ আবেগ, ধৈর্য্য এবং স্বপ্ন দেখে যাও। এগুলোই তুমি যা অর্জন করতে চাইছ তা তোমাকে এনে দেবে। আজ আমি এখানে, পরবর্তীতে তোমাদের মধ্যে কেউ এখানে থাকবে।''