কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ পর্যায় আসন্ন। আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষার, পরের মঙ্গলবার অর্থাৎ ৪ জুন খুলবে ভোটবাক্স। জানা যাবে কার হাতে থাকছে দেশের নেতৃত্বের ব্যাটন। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ (ABP Ananda)। শেষ দফা ভোটের আগে মোদির (Narendra Modi) দীর্ঘতম সাক্ষাৎকার নিলেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র (Suman De)। সেই সাক্ষাৎকারেই দেশের প্রধানমন্ত্রীর মুখে বাংলার ফুটবলের কথা উঠে এল।
দেশের ফুটবলের সঙ্গে প্রাণকেন্দ্র হিসাবে গণ্য করা হয় বাংলাকে। চলতি বছরটা বাংলার ফুটবলের জন্য খুব একটা মন্দ কাটেনি। ডুরান্ড কাপ হোক, আইএসএল শিল্ড হোক বা আই লিগ বা সুপার কাপ, সবই এসেছে বাংলার ঘরে। ডুরান্ড ও আইএসএল শিল্ড জিতেছে মোহনবাগান। সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আর আইলিগ জিতে আইএসএলে প্রমোশন পেয়েছে সাদা কালো ব্রিগেড অর্থাৎ মহামেডান। তবে ক্লাব ফুটবলে বাংলার জয়জয়কার সত্ত্বেও জাতীয় দলে বাঙালি ফুটবলারের সংখ্যা হু হু করে কমেছে। ইগর স্তিমাচের সাম্প্রতিকতম দল দিকের তাকালেও তা স্পষ্ট।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার ফুটবল নিয়ে মুখ খুললেন। রাজ্যে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে, যেই কারণে বাঙালির ফুটবল ঘিরে উন্মাদনা সত্ত্বেও আন্তর্জাতিক স্তরে সাফল্যের খরা রয়ে গিয়েছে। এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলা একসময় আর্থিক, সামাজিক সব দিক থেকে নেতৃত্ব দিত। সব দিকে বাংলাই নজরে আসবে। সামর্থের কোনও অভাব নেই। অভাব রয়েছে সঠিক নেতৃত্বে। আমি শুধুমাত্র রাজনৈতিক নেতার কথা বলছি না। বলছি জীবনের প্রতিটি ক্ষেত্রের বিষয়ে। বাঙালির ডিএনএ-তে ফুটবল রয়েছে। কিন্তু আমাদের দেশ তো পদক জিততে পারে না। কিন্তু এটার দিকে যদি সঠিকভাবে নজর দেওয়া হত, যদি সুযোগ সুবিধা দেওয়া হত, তাহলে বিশ্বের সেরাদের মধ্যে থাকত বাংলার ফুটবল। কিন্তু তারজন্য তো দায়িত্ব নিতে হয়। সঠিক নেতৃত্বের প্রয়োজন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি