রিয়াধ: এবারও লিগ খেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। অপরাজিতভাবে সৌদি প্রো লিগ (Saudi Pro League) জিতে নিয়েছে নেমারের আল হিলাল। তবে তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা আবারও প্রমাণ করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বয়স ৩৯ পার করলেও সৌদির লিগে ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা। 


সৌদি লিগের শেষ ম্যাচে আল ইত্তিহাদের বিরুদ্ধে আল নাসরের (Al Nassr) হয়ে জোড়া গোল করেন রোনাল্ডো। ৪-২ এ ম্যাচ জিতে নেয় তাঁর দল। এই জোড়া গোলের সুবাদেই ইতিহাস গড়লেন তিনি। চোখধাঁধানো ৩৫টি গোল করে প্রো লিগ মরশুম শেষ করলেন রোনাল্ডো। এটি মরুদেশের লিগে এক মরশুমে কোনও খেলোয়াড়ের করা সর্বকালের সর্বোচ্চ গোল। আব্দেরজ্জাক হামদাল্লা বছর পাঁচেক আগে এক মরশুমে ৩৪টি গোল করেছিলেন। সেই রেকর্ড ভেঙে ফেললেন রোনাল্ডো। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় সদর্পে ঘোষণা তাঁর, 'আমি রেকর্ড ধাওয়া করি, রেকর্ড আমায় অনুসরণ করে।'


 






ম্যাচের প্রথমার্ধে রোনাল্ডোর জোড়া গোল বাতিল হয়। তবে তিনি দমে যাওয়ার পাত্র নন কখনই। তাই হতাশ না হয়ে গোলের প্রচেষ্টা চালিয়ে যান রোনাল্ডো। শেষমেশ প্রথমার্ধের শেষলগ্নে সাফল্যও মেলে। মহম্মদ আল-ফাতিলের লম্বা পাস চেস্টডাউন করেন রোনাল্ডো। তারপরেই জোরাল শট। বল জালে জড়িয়ে দেন 'সিআর৭'। দ্বিতীয়ার্ধে ম্যাচের ২১ মিনিট বাকি থাকতেই ফের একবার জ্বলে উঠেন তিনি। মার্সেলো ব্রজ়োভিচের কর্নার থেকে দুরন্ত হেডারে ফের একবার গোল করেন রোনাল্ডো। 


তারপর আর অবশ্য গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করার তেমন সুযোগ পাননি তিনি। দ্বিতীয় গোল করার পাঁচ মিনিট পরেই রোনাল্ডোকে তুলে নেন আল নাসর কোচ। মাঠে উপস্থিত জনগণ করতালির মাধ্যমে রোনাল্ডোকে বাহবা জনান। তবে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেই সন্তুষ্ট থাকতে হল আল নাসরকে। আল হিলালের থেকে বেশ অনেকটাই, ১৪ পয়েন্ট কম নিয়ে রানার্স আপ হলেন রোনাল্ডোরা। গত বারের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ এই ম্যাচ হেরে লিগ তালিকায় পাঁচে শেষ করল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে হার কিংবদন্তি নাদালের, ক্লে কোর্টে যাত্রা শেষ?