প্যারিস: প্রায় ৪ ঘণ্টার ম্যাচ। মাঝে দর্শক হাঙ্গামার জেরে ঘণ্টা দুয়েকের বিরতি। আর সেখানে শেষ মুহূর্তে আর্জেন্তিনার গোল বাতিল। মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্তিনা। এমনকী, ফিফার ওয়েবসাইটে যে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত দেখিয়ে দেওয়া হয়েছিল, সেই ম্যাচে হেরেই গেল অলিম্পিক্সে ২ বারের সোনাজয়ী আর্জেন্তিনা (Argentina vs Morocco)।


অলিম্পিক্স ফুটবলে বেনজির বিতর্ক। যার জেরে প্রতিক্রিয়া দিলেন বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসিও (Lionel Messi)। আর্জেন্তিনার কোচ হাভিয়ের মাসচেরানো বলে দিলেন, সার্কাস!


অলিম্পিক্সের প্রথম দিনই নাটকীয় দৃশ্য দেখা গেল আর্জেন্তিনা বনাম মরক্কো ম্যাচে। আর্জেন্তিনার সমতা সূচক গোল বাতিল করা হল ২ ঘণ্টা পরে। ম্যাচে ২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্তিনা। সেন্ট এতিয়েন স্টেডিয়ামে পরে এক গোল শোধ করে আর্জেন্তিনা। ম্যাচে ১৬ মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। একেবারে শেষ লগ্নে নসমতা ফেরায় আর্জেন্তিনা। কিন্তু এরপরই দর্শক হাঙ্গামায় বন্ধ করে দিতে হয় ম্যাচ। মাঠে বোতল, আতসবাজি উড়ে আসে। সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ ড্র। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ওয়েবসাইটেও দেখিয়ে দেওয়া হয়, ম্যাচ ২-২ অমীমাংসিত।


প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাচ শুরু হয়। প্রথমেই ভার প্রযুক্তির সাহায্যে আর্জেন্তিনার দ্বিতীয় গোলটি বাতিল করেন রেফারি। তারপর আর মিনিট খানেক খেলা হয়। মরক্কো ২-১ গোলে ম্যাচ জেতে। 


সেই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, 'ইনসোলিতো।' যার অর্থ, 'অবিশ্বাস্য' বা 'আজব'। আর্জেন্তিনা শেষ যেবার অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল, ২০০৮ সালের সেই দলে ছিলেন মেসি। তবে এবার তিনি অলিম্পিক্সে খেলছেন না। যদিও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা দলের তিন ফুটবলার - নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও জেরোনিমো রুল্লি ম্যাচে খেলেন।


মহাবিতর্কিত ম্যাচে ২ ঘণ্টা পরে আর্জেন্তিনার ক্রিশ্চিয়ান মেদিনার গোল বাতিল হওয়ার পর তাদের অলিম্পিক্স দলের কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, 'আমার জীবনে এরকম সার্কাস কখনও দেখিনি।'


ঘটনা হচ্ছে, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্তিনার ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপে-সহ ফ্রান্স দলকে কটাক্ষ করে বর্ণবিদ্বেষমূলক গান গেয়ে সেলিব্রেশনের অভিযোগ উঠেছিল নীল-সাদা শিবিরের ফুটবলার এঞ্জো ফার্নান্দেজ়ের বিরুদ্ধে। পরে যে কারণে ক্ষমাও চান তিনি। তারপরই ফ্রান্সের মাটিতে নেমে আর্জেন্তিনা দলকে পড়তে হল ক্ষোভের মুখে।







আরও পড়ুন: ভারতকে হারাতে ভারতীয় কোচের কাছেই গোপন প্র্যাক্টিস! ফাঁস করলেন কিংবদন্তি জয়সূর্য






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।