নয়াদিল্লি: গতকাল, বৃহস্পতিবার ডোপ টেস্টের দ্বিতীয় নমুনাও পল পোগবার (Paul Pogba) শরীরে বাড়তি মাত্রায় নিষিদ্ধ দ্রব্য পাওয়া তাঁকে চার বছরের জন্য ফুটবল থেকে নির্বাসিত করা হয়েছিল। ফরাসি বিশ্বজয়ী যে নিজের এই নির্বাসনের বিরুদ্ধে আপিল করবেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। তেমনটাই হতেও চলেছে।


তারকা মিডফিল্ডার অনুরাগীদের কাছে নিজেকে নির্দোষ দাবি করে এক বিবৃতি দেন এবং সেই বিবৃতিতে তিনি যে নিজের নির্বাসনের বিরুদ্ধে আপিলও করতে চলেছেন, সেই কথাও জানান। পোগবা সরকারি বিবৃতিতে বলেন, 'আমি আজ ট্রাইবুনাল ন্যাশনালে অ্যান্টিডোপিং সংস্থার সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছি এবং এই সিদ্ধান্ত যে ভুল, সেই বিষয়ে আমি নিশ্চিত। আমি নিজের কেরিয়ারে যা যা সাফল্য লাভ করেছি, যা অর্জন করেছি, তা এইভাবে আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে দেখে হতাশ, দুঃখিত এবং হতবাক। আমি যখন আইনি বাধা কাটিয়ে উঠতে পারলে তারপর গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তবে আমি জেনে বা অজান্তে কোনওদিনও এমন কোনও দ্রব্য সেবন করিনি যা ডোপিংয়ের নিয়মভঙ্গ করে।'


তিনি নিজের নির্বাসনের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়ে আরও যোগ করেন, 'পেশাদার অ্যাথলিট হিসাবে আমি কোনওদিনই নিজের পারফরম্যান্সের মান বৃদ্ধির জন্য নিষিদ্ধ কোনও দ্রব্য ব্য়বহার করিনি। আমার সহকর্মী বা যে যে দলের হয়ে আমি খেলেছি বা যাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমি কোনওদিনও প্রতারণা করিনি। এই সিদ্ধান্তের ফলস্বরূপ আমি কোর্ট অফ অ্যারবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন জানাতে চলেছি।'


গত ২০ অগাস্ট ইতালিয়ান সেরি আ-তে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি আ মরশুমের এই প্রথম ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচটি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও।


সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে। 'এ' নমুনার পর 'বি' নমুনাতেও এই দ্রব্য পাওয়া যাওয়ার পরই পোগবাকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। তবে এই পোগবার আপিলের পর সিদ্ধান্ত বদল হয় কি না সেটা দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: গ্যালারির দর্শকদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে নির্বাসিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো