লন্ডন: ফুটবল বিশ্বের সর্বকালের সর্বসেরা কোচেদের মধ্যে জোসেপ গুয়ার্দিওলার নাম রাখবেন না, এমন বিশেষজ্ঞ বা ফুটবল সমর্থক খুঁজে পাওয়া চাপ। স্পেন থেকে জার্মানি হয়ে ইংল্যান্ড, যেখানেই কোচিং করিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি। তবে সেটা পুরোটাই ক্লাব স্তরে। এখনও পর্যন্ত কোনও জাতীয় দলকে কোচিং করাননি পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola)। তবে সেই প্রত্যাশাপূরণ হতে পারে খুব শীঘ্রই। 


উয়েফা ইউরো ফাইনালের পরেই শতাধিক ম্যাচের পর ইংল্যান্ড সিনিয়র দলের (England Football Team) কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন গ্যারেথ সাউথগেট। তাঁর পরবর্তীতে হ্যারি কেনদের নতুন কোচের নাম এখনও ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে পেপ গুয়ার্দিওলা নাকি ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে পারেন। অন্তত একাধিক রিপোর্টের দাবি এমনটাই। 


গুয়ার্দিওলা নিজের কেরিয়ারের সবথেকে বেশি সময় কাটিয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ হিসাবেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে একগুচ্ছবার প্রিমিয়ার লিগ জয়, বাদ নেই কোনও ট্রফি জয়ই। তবে আসন্ন মরশুম শেষে ২০২৫ সালেই সিটিজ়েনদের সঙ্গে গুয়ার্দিওলার চুক্তি ফুরোচ্ছে। সেই সুযোগে তাঁকে কোচ হিসাবে দলের দায়িত্ব দিতে আগ্রহী এফএ। 


অতীতে গুয়ার্দিওলা নিজেও কোনও জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপ জিততে আগ্রহী বলে জানান। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে পেপ বলেছিলেন, 'আমি বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপে কোনও এক জাতীয় দলকে কোচিং করাতে চাই। আমার ইচ্ছা রয়েছে। তবে আমায় কোচ হিসাবে কে নিতে চাইবে সেই নিয়ে আমার ধারণা নেই। ক্লাবের মতোই জাতীয় দলের কোচ হওয়ার জন্যও তো প্রস্তাব পাওয়ার দরকার।'


গুয়ার্দিওলার এই মন্তব্য এবং তারপর এই রিপোর্ট এবং বর্তমানে তাঁর চুক্তি সব মিলিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। তবে গুয়ার্দিওলা এ মরশুমে অন্তত ম্যান সিটির কোচ থাকবেন বলে ধরে নেওয়াই যায়। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বছর অন্তবর্তীকালীন কোচ দিয়েই কাজ চালাতে পারে বলে ধারণা। গুয়ার্দিওলার জন্য তাঁরা বছর খানেক অপেক্ষা করতেও নাকি রাজি। কাছে পিঠে কোনও বড় টুর্নামেন্ট না থাকায় কোচ নিয়োগেরও খুব একটা তাড়া নেই বলেই মনে করা হচ্ছে। গুয়ার্দিওলা কি শেষমেশ হ্যারি কেনদের কোচ হবেন? সেটা দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেরিয়ারের সেরা তিন মুহূর্ত বাছতে বসে আইপিএলের ছয় ট্রফি জয়কে ধর্তব্যেই রাখলেন না রোহিত