লন্ডন: প্রিমিয়ার লিগে কোচ হিসেবে রেকর্ড গড়লেন পের গুয়ার্দিওয়ালা। দ্রুততম ২৫০ ম্য়াচ জয়ের নজির গড়লেন এই স্প্যানিশ। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে রবিবার প্রিমিয়ার লিগের ম্য়াচে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্য়াঞ্চেস্টার সিটি। ম্য়াচে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড। আর এই ম্য়াচ সিটি জেতার সঙ্গে সঙ্গেই কেরিয়ারে কোচ হিসেব আড়াইশোতম প্রিমিয়ার লিগ ম্য়াচ জয়ের নজির গড়ে ফেলেন পেপ।
টুর্নামেন্টে এই মাইলস্টোন স্পর্শ করতে পেপ সময় নিয়েছেন ৩৪৯ ম্যাচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্য়ানেজার কিংবদন্তি স্যার এলেক্স ফার্গুসনকে টেক্কা দিয়েছেন এই বিষয়ে পেপ। ফার্গুসন সময় নিয়েছিলেন ৪০৪ ম্য়াচ। আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার ও ডেভিড মোয়েসের সঙ্গে একই সারিতে নিজের নাম লেখালেন পেপ। কৃতিত্ব অর্জনের পর পেপ জানান, ''স্যার এলেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে একই সারিতে নিজের নাম লেখাতে পেরেছি। এর জন্য আমি সম্মানিত বোধ করছি। আমি তাঁদের ডিনারের জন্য অবশ্য়ই জানাব।''
এরপরই ক্লাবের সব কোচিং স্টাফ ও প্লেয়ারদের ধন্যবাদ জানিয়েছেন পেপ। তিনি জানান, ''প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন একটা ক্লাবের সদস্য হতে পেরে আমি গর্বিত। আমি ক্লাব, ক্লাবের কোচিং স্টাফ, প্লেয়ার ও সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আরও দ্রুত ম্য়াচ খেলব ও জিতব। এবার আরও আড়াইশো ম্য়াচ জেতার লক্ষ্য থাকুক।''
উল্লেখ্য, ম্য়াচে মাত্র ৯ মিনিটের মধ্যে হালান্ডের পা থেকে সিটির জয়সূচক গোলটি আসে। এরপর আর কোনওদলই গোল করতে পারেনি। তবে ম্.াচে সিটি জয় পেলেও পেপের চিন্তা বাড়াবে রড্রির চোট। খেলার প্রথমার্ধেই রড্রিকে তুলে নিতে বাধ্য হন পেপ। আপাতত ৭ ম্য়াচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে। চারটি জয়, একটি ড্র ও দুটো ম্য়াচে হারতে হয়েছে সিটিকে।
প্রয়াত ৭৫-এর বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান
প্রয়াত হলেন প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন। বয়স হয়েছিল ৭৫ বছর। নিজের পুরনো সতীর্থের প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন বিশ্বজয়ী কিংবদন্তি ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড। তিনি বলেন, ''জুলিয়েন সবসময় মাঠে নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করত। কখনও নিজের দায়িত্ব থেকে পিছপা হননি তিনি। ব্যাটিং হোক বা বোলিং হোক, আমি বিশ্বাস করতে পারতাম জুলিয়েনকে। দুর্দান্ত একজন ক্রিকেটার ছিলেন।'' কেরিয়ারে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ান ডে খেলেছেন জুলিয়েন।