ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকে দুরন্ত ছন্দে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। প্রিমিয়ার ডিভিশনে (Premier League) নতুন ওঠা দল ইপসউইচ টাউনকে (Ipswich Town) শনিবার ৪-১ গোলে হারাল ম্যান সিটি। শুরুতে গোল হজম করেও দুরন্ত প্রত্যাবর্তন ম্যান সিটির। আক্রমণে নেতৃত্ব দিলেন আর্লিং হালান্ড (Erling Haaland)। হ্যাটট্রিক করলেন তিনি। একটি গোল ডাচ তারকা কেভিন দ্য ব্রুইনের। টানা পাঁচবার প্রিমিয়ার লিগ জেতার পথে আরও এক কদম এগোল ম্যান সিটি।


ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গোল করে এগিয়ে গিয়েছিল ইপসউইচ টাউন। অনেকের বিশ্বাসই হচ্ছিল না যে, পিছিয়ে পড়েছে ম্যান সিটি। বেন জনসনের (Ben Johnson) থ্রু পাস ধরে গোল করেন সামি সোডিক্স (Sammie Szmodics)। ম্যান সিটির ডিফেন্সকে ভেঙে এগিয়ে যায় ইপসউইচ টাউন। ভুল করেন ম্যান সিটির গোলকিপার ইডারসন। সোডিক্সের বল তিনি ঠিকমতো গ্রিপ করতে পারেননি। 


তবে ৫ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি ইপসউইচ টাউন। ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন হালান্ড। ম্যান সিটিও ম্যাচে সমতা ফেরায় হালান্ডের গোলে। এরপরই ইপসউইচ গোলকিপারের ভুলের ফায়দা তুলে গোল করে দলকে এগিয়ে দেন দ্য ব্রুইন। তারপরই দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল হালান্ডের। মাত্র ১৯১ সেকেন্ডের মধ্যে ম্যাচের রং পাল্টে যায়। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। ব্যবধান প্রথমার্ধেই আরও বাড়াতে পারত ম্যান সিটি। রিকো লুইস ও কেভিন দ্য ব্রুইন - দুই ফুটবলারের শটই ক্রসবারে লাগে। 


 






তবে হ্যাটট্রিকের জন্য ৮৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল হালান্ডকে। বক্সের বাইরে থেকে জোরাল শটে ৪-১ করে গেন হালান্ড। গোটা ম্যাচে ৭৬ শতাংশ বলের দখল নিজেদের পায়ে রেখেছিল ম্যান সিটি।