দোহা : হল না শেষরক্ষা। সুনীল ছেত্রী জমানার পর প্রথম ম্যাচে তুমুল বিতর্কের মধ্যে হারতে হল ব্লু টাইগার্সদের। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। তাতে আশার আলো দেখা গেলেও হল না শেষরক্ষা। দ্বিতীয়ার্ধে ইউসেফ এইমেন ও আহমেদ আল রাওই-র গোলে জয় ছিনিয়ে নিল কাতার। এর ফলে, প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনো হল না ভারতের। World Cup 2026 Qualifiers
আজ দোহায় জাসিম বিন হামিদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও কাতার। হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথম অর্ধে ব্লু টাইগার্সদের হয়ে গোল করে আশার আলো দেখান লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। কিন্তু, দ্বিতীয়ার্ধে ম্যাচে বিতর্কের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করে কাতার। ৭৩ মিনিটের মাথায় সেই গোল ঘিরে বিতর্ক দানা বাঁধে। জালের পেছনে সেই বল জড়িয়ে দেয় কাতার। পরিষ্কারভাবে দেখা গেছে, বল বাইরে বেরিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও, সেই মুহূ্র্তেই গোলকিপার গুরুপ্রীত সিং সান্ধুকে এড়িয়ে বাইরে থেকে সেই বল টেনে জালে ঢোকানোর বন্দোবস্ত করেন কাতারের প্লেয়ার। যা নিয়েই যাবতীয় বিতর্ক। কাতারের অ-খেলোয়াড়সুলভ আচরণ বলে মতে অনেকের।
ফিফা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য এই ম্যাচ জিততেই হত ভারতকে। তাতে কার্যত ইতিহাস ছোঁয়ার হাতছানি ছিল। ৩৭ মিনিটের মাথায় সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য গোল করে দলকে এগিয়েও দেয় ছাঙ্গতে। ইগর স্টিমাচের ছেলেরা দ্বিতীয়ার্ধেও ভাল শুরু করে। একসময় মনে হচ্ছিল, জিততে চলেছে ভারত। কিন্তু, অফিসিয়ালের মারাত্মক ভুলের খেসারত দিতে হল ব্লু টাইগার্সদের।
৭৩ মিনিটের মাথায় যে বলটা গোলপোস্টের ধার বরাবর পরিষ্কার মাঠের বাইরে চলে যায়, সেটা কাতারের প্লেয়ার ভেতরে টেনে আনেন। ইউসুফ এইমেন বলটা ধরেন। গোল দিয়ে দেওয়া হয় সেটি। বিতর্কিত এই গোলের প্রতিবাদে উঠে পড়ে ভারত। যদিও তাতে কর্ণপাত করা হয়নি। অবশ্য খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে নতুন উদ্যমে শুরু করে ভারত। আরও একটা গোল করে ম্যাচে ফেরার লক্ষ্যে ঝাঁপায়। কিন্তু, ৮৫ মিনিটের মাথায় আহমেদ আল রাওইর আসাধারণ গোলে স্বপ্নভঙ্গ হয় ভারতের।
প্রসঙ্গত, কিংবদন্তি সুনীল ছেত্রীকে ছাড়াই কিন্তু এই ম্যাচে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।