মোনাকো: বৃহস্পতিবার প্রিন্সিপ্যালিটিতে আয়োজিত হল এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2024-25) গ্রুপ পর্বের ড্র। এবারের চ্যাম্পিয়ন্স লিগ আর পাঁচবারের থেকে ভিন্ন। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় দলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বদলে গ্রুপ পর্বের ফর্ম্যাটও। বেশ জটিল অঙ্কের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় এবারেই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ড্র আয়োজিত হল। সেই ড্রয়ে কিন্তু গ্রুব পর্বেই বেশ রোমাঞ্চকর কিছু ম্যাচ অপেক্ষা করে রয়েছে। 


গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও বরুসিয়া ডর্টমুন্ড একে অপরের মুখোমুখি হবে। আবার রেকর্ড চ্যাম্পিয়নদের গত ছয় বছরে তিনবারর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা লিভারপুলের (Liverpool) বিরুদ্ধেও খেলতে নামতে হবে। অপরদিকে বার্সেলোনাকে (Barcelona) আবারও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে হবে।


 






এবারের চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে ৩২ নয় বরং, ৩৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলি মোট আটটি প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে। এর মধ্যে চারটি ম্যাচ ঘরের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে প্রতিটি দল। সবকয়টি গ্রুপ পর্বের ম্যাচের পর যে আটটি দল প্রথমে থাকবে, তারা সরাসরি রাউন্ড অফ ১৬-তে পৌঁছে যাবে। নয় থেকে ২৪ থাকা দলগুলি নিজেদের মধ্যে দুই লেগের নক আউট খেলবে, সেখান থেকে আটটি দল বাকি আটটি দলের সঙ্গে রাউন্ড অফ ১৬-তে যোগ দেবে। বাকি ফর্ম্যাট আগের মতোই। এর পর থেকে দুই লেগের নক আউট ম্য়াচ এবং একটি ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্ধারিত হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পিছনে কোহলি, স্মিথ, টেক্কা দিচ্ছেন সচিনকেও, লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস জো রুটের