মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের জার্সিতেই ১২ বছর আগে রেকর্ড গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৫ সালে এসে সেই একই ক্লাবের জার্সিতে রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। ক্লাবের জার্সিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ৫৯ গোল করার নজির গড়েছিলেন ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই একই রেকর্ডের মালিক এবার ফরাসি স্ট্রাইকারও। লা লিগাতে সেভিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে গোল করে দলকে জেতান এমবাপে।
শুরু থেকেই সুযোগ পাচ্ছিলেন, অবশেষে খেলা শেষের বাঁশি বাজার আগে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। সেখান থেকে গোল করে চলতি ক্যালেন্ডার বর্ষে ৫৯ গোল করে ফেললেন রিয়ালের জার্সিতে সব টুর্নামেন্ট মিলিয়ে। ম্য়াচে প্রথম গোলটি করেন জুড বেলিংহাম। তিনি ৩৮ মিনিটের মাথায় গোল করেন। খেলার শেষে রিয়াল মাদ্রিদ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেন, "এই রেকর্ড গড়তে পারার অনুভূতি সত্যিই আমার কাছে দারুণ। বিশেষ করে ক্রিশ্চিয়ানো যা করেছিল, সেই রেকর্ডই ছুঁতে পারলাম। ওঁ আমার আইডল ছিল। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো। রিয়ালে নিজের প্রথম বছরেই এই রেকর্ড গড়তে পারাটা সত্যিই দারুণ অনুভূতি আমার কাছে।''
উল্লেখ্য, ২০২৪-২০২৫ মরশুমের আগেই পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে লস ব্ল্যাঙ্কোসে যোগ দিয়েছিলেন এমবাপে। সেখানে অভিষেক মরশুমে ৯ নম্বর জার্সি পরেছিলেন ফরাসি তারকা। সেখানে তিনি জার্সি নম্বর বদলের জন্য কোনও আবেদন করেননি। কিন্তু নতুন মরশুমে ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামছেন এমবাপে। ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ১০ নম্বর জার্সি পরে খেলেন। তাই স্প্যানিশ জায়ান্ট ক্লাবেও নিজের পছন্দের ১০ নম্বর জার্সিতে খেলছেন। নিজের প্রথম মরশুমে রিয়ালের জার্সিতে কোনও বড় ট্রফি জিততে পারেননি এমবাপে। ২০২৪-২৫ মরশুমে চারটি ফাইনাল খেলেছেন। উয়েফা কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, কোপা দেল রে ও স্প্য়ানিশ সুপার কাপের ফাইনালে বার্সার বিরুদ্ধে হারতে হয়েছিল। লস ব্লাঙ্কোসের হয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্য়াচে খেলতে নামেননি ফরাসি স্ট্রাইকার এমবাপে। তারকা ফরোয়ার্ড তীব্র গ্যাসের ব্যথায় ভুগেছিলেন। সেই জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এমবাপের। চলছিল চিকিৎসাও। সেখান থেকে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরেছেন ফরাসি তারকা।