কলকাতা: দিনকয়েক আগে আর জি কর কাণ্ডের (RG Kar Incident) আবহে বাতিল হয়েছিল কলকাতার দুই প্রধানের মহারণ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) ডুরান্ড কাপের ম্যাচ বাতিল হলেও, গোটা বিশ্ব সাক্ষী থেকেছিল এক অভিনব প্রতিবাদের। যে প্রতিবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী নিজেদের মধ্যে বিভেদ ভুলে এক সুরে ন্যায়বিচারের দাবি তুলেছিল। আজ আবারও কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হচ্ছে লাল হলুদ ও সবুজ মেরুন। স্থান সেই যুবভারতী ক্রীড়াঙ্গন। সময় বদলালেও বদলায়নি পরিস্থিতি। আর জি কর কাণ্ডের দুই মাস ১০ পার করেও বিচার এখনও অধরা। চলছে প্রতিবাদ। এই আবহেই ফের একবার একজোটে ন্যায়ের ডাক দিচ্ছে কলকাতা ময়দান।


বাতিল ডার্বির দিনে বৃষ্টিতে মোহনবাগান সমর্থকের কাঁধে চড়ে ইস্টবেঙ্গল সমর্থকের বিচার চাওয়ার আইকনিক ছবি সকলের স্মৃতিতে এখনও তাজা। ফের একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রাজপথে। ফের আওয়াজ উঠছে, 'বাঙাল-ঘটির এক স্বর, জাস্টিস ফর আর জি কর।' আজ  ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ। দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত গড়েছেন মানববন্ধন। 


মানবনন্ধনে উপস্থিত সমর্থকেরা জানান তাঁরা ডার্বি দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবেন, তবে তার আগে এই মানববন্ধনে বিচারের দাবিতে সামিল হয়েছেন তাঁরা। এই মানববন্ধনের মধ্যে কিন্তু সমর্থকদের পাশাপাশি বেশ কিছু ডাক্তাররাও উপস্থিত ছিলেন। 


অপরদিকে, বিচার চেয়ে ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররাও। জুনিয়র ডাক্তারদের সংগঠন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত হয়েছে ন্যায়বিচার যাত্রা। কাল ধর্মতলার অনশনমঞ্চে ‘মহাসমাবেশে’র ডাকও দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর কাণ্ডের দুই মাসেরও অধিক সময় পার হয়ে গেলেও, প্রতিবাদ, আন্দোলনের ঝাঁঝ যে এতটুকুও কমেনি, তা কিন্তু বলাই বাহুল্য।


অন্যদিকে, রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে থানার সামনে পালিত হয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব। 
কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচি পালিত হয় জেলায় জেলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ডার্বিতে অতীত পারফরম্যান্স মূল্যহীন, ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে দাবি মোহনবাগান কোচের