কলকাতা: প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার পর অভিযোগে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকেরা। কিন্তু ডার্বি বাতিল করেও যে আর জি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদের আগুন নেভানো যায়নি, বরং তা ক্ষোভের আঁচে ঘৃতাহুতি দিয়েছে, ডুরান্ড কাপের (Durand Cup 2024) সব ম্যাচেই তা প্রমাণিত হয়ে যাচ্ছে।


অন্যথা হল না শনিবারও। ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। শনিবার বিকেলে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United FC)। সেই ম্যাচের মাঝেও গ্যালারিতে প্রদর্শিত হল দৈত্যাকার টিফো। সেখানে মেয়েদের রাত দখলের প্রতীকি ছবি। সঙ্গে বিশাল ব্যানারে লেখা, 'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি'। গ্যালারি মুখরিত হল 'উই ওয়ান্ট জাস্টিস', 'জাস্টিস ফর আর জি কর' স্লোগানে।


যুবভারতী স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে যে ব্যানার নিয়ে মোহনবাগান সমর্থকেরা হাজির হয়েছিলেন, সেই ব্যানারও দেখা গেল এদিন। যেখানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান - দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই মহিলা সমর্থকের ছবি। সঙ্গে লেখা, 'হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই।'


আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় প্রতিবাদের আগুন এখনও জ্বলছে সমাজের সর্বস্তরে। আর জি কর কাণ্ডের কড়া নিন্দা করে গান বেঁধেছিলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। যা নিয়ে তাঁকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের রোষেও পড়তে হয়েছে। অরিজিতের পর আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন আর এক বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালও। পিছিয়ে দিয়েছেন তাঁর কলকাতার কনসার্ট। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছি। অনুষ্ঠান করার অবস্থায় নেই, সমাজমাধ্যমে পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী।


কতদূর এগোল তদন্ত? কবে মিলবে বিচার? আর জি কর কাণ্ডে জবাব চেয়ে শনিবারই সিজিও কমপ্লেক্স অভিযান করেছে চিকিৎসকদের যৌথ সংগঠন। বিচারের দাবিতে তোলপাড় চলছে খেলার মাঠেও।            


আরও পড়ুন: বিশ্বের অন্যতম ধনী ফুটবলার, ছেলের আই ফোন কিনে দেওয়ার বায়না মেটাননি রোনাল্ডো