লিসবন: পর্তুগাল ফুটবল দলে কোচ হলেন রবার্তো মার্তিনেজ (Roberto Martinez)। গত ফুটবল বিশ্বকাপ (Football World Cup) পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু বেলজিয়াম বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরই মার্তিনেজ সরে দাঁড়ান বেলজিয়ামের কোচের দায়িত্ব থেকে। অন্যদিকে পর্তুগালের কোচ হিসেবে ইউরো কাপ জিতলেও গত বিশ্বকাপে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ফার্নান্দো স্য়ান্তােস। 


পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ জানিয়েছেন, ''আমরা মার্তিনেজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই মত উনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওঁনার উদ্যম দেখে আমরা অভিভূত।''


৪৯ বছরের মার্তিনেজ দীর্ঘদিন বেলজিয়াম ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর কোচিংয়েই বেলজিয়াম বিশ্বের এক নম্বর দল হয়েছিল। এবারের বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় অ্য়াজাররা। এরপরই সমালোচনা হতে থাকে মার্তিনেজকে নিয়ে। অন্য়দিকে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকেও। ফার্নান্দো স্যান্তাসের চাকরি যায় এরপরই। তাঁর স্থলাভিষিক্ত হলেন এবার মার্তিনেজ। 


মুখোমুখি রোনাল্ডো-মেসি?


 নতুন ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে এবার ঠিক হয়ে গেল অভিষেকের দিনক্ষণ। আর ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। তবে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচেই খেলতে নামবেন না সি আর সেভেন। আল নাসের ও আল হিলালের মিলিত এক দল যারা পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামবে। সেই দলের হয়েই খেলবেন রোনাল্ডো। সেক্ষেত্রে লিওনেল মেসির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। 


আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, ''ওর অভিষেক আল নাসের জার্সিতে হবে না। আল হিলাল এবং আল নাসের মিলিয়ে একটি মিশ্র দল তৈরি করা হবে। আল নাসেরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। ওদের থেকে শিখি। তিন দিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভাল সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনাল্ডোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।''