লেন্স : হোঁচট খেল প্যারিস সাঁ জঁরম (Paris St-Germain)। গত মার্চ মাসের পর এই প্রথমবার। লিগ ওয়ানের (Ligue 1) ম্যাচে লেন্সের ঘরের মাঠে ১-৩ গোলে হেরে বসল পিএসজি। কিলিয়ান এমবাপে থাকলেও লিওনেল মেসি (Lionel Messi), নেমারের (Neymar) অনুপস্থিতিতে হেরে বসল তারা। বিশ্বকাপ জেতার পর বিশ্রামে আছেন মেসি। অপরদিকে গত ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে সাসপেন্ড ছিলেন নেমার। শেষবার গত বছরের ২০ মার্চ মোনাকোর কাছে ০-৩ ব্যবধানে হেরেছিল পিএসজি। যার কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল তারা। 


লিগ ওয়ানের ১৭ তম রাউন্ডের ম্য়াচে পিএসজিকে হারিয়ে লিগ টেবিলের তালিকায় তাদের আরও কাছাকাছি পৌঁছে গেল লেন্স। হাইভোল্টেজ খেলায় জিতে ১৭ ম্যাচের শেষে ৪০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের লিগ টেবিলের দু'নম্বরে লেন্স। সমসংখ্যক ম্যাচে অবশ্য তাদের থেকে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষেই রয়েছে পিএসজি। 


ঘরের মাঠে খেলার মাত্র ৫ মিনিটের মধ্যে লিড নেয় লেন্স। প্রেজেমসল ফ্রাঙ্কোসির গোলে এগিয়ে যায় তারা। যদিও মিনিট তিনেকের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় পিএসজি। হুগো এগিটিকে গোল করেন ম্যাচে সমতায় ফেরান ক্রিস্টোফে গ্যাল্টিয়ারের প্রশিক্ষণাধীন দল। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের ম্যাচে ফেরা। খেলা এগোনোর মাত্র ২০ মিনিটের মধ্যে ফের লিড নেয় লেন্স। জিয়ানলুইগি ডরুনুমাকে দ্বিতীয়বার টপকে লিড নেওয়ার পর খেলার দখল নেয় লেন্স।






দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করলেও তা আর করতে পারেনি প্যারিস সাঁ জঁরম। বরং দ্বিতীয়ার্ধ শুরুর ২ মিনিটের মধ্যে অ্যালেক্স ক্লদে মরিস লেন্সের হয়ে তৃতীয় গোলটি করেন।


আরও পড়ুন- পেলেকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ ফিফার