রিয়াদ: সৌদি প্রো লিগে (Saudi Pro League) দুরন্ত ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৭২ ঘণ্টার ব্য়বধানে জোড়া হ্যাটট্রিক করলেন সি আর সেভেন। তাঁর দলও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল আভার বিরুদ্ধে। ৮-০ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের। পাঁচবারের ব্য়াঁল ডি অর জয়ী পর্তুগিজ তারকা স্ট্রাইকার তিনটি গোল করেন ও প্রথমার্ধে দুটো অ্যাসিস্টও করেন। উল্লেখ্য, এই জয়ের ফলে ন বারের টুর্নামেন্ট জয়ী আল নাসের খেতাবি দৌড়ে আরও এগিয়ে গেল। 


গত শনিবার আল তাইয়ের বিরুদ্ধে ৫-১ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল আল নাসের। সেদিনও হ্য়াটট্রিক করেছিলেন রোনাল্ডো। এদিন ফের হ্য়াটট্রিক করলেন। এদিনের ম্য়াচে ১১ মিনিট, ২১ মিনিট ও ৪২ মিনিটের মাথায় গোল করেন রোনাল্ডো। আভার বিরুদ্ধে নিজের তিনটি গোলই করেন রোনাল্ডো প্রথমার্ধে। খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন রোনাল্ডো। ফ্রি কিক থেকে বল জালে জড়িয়ে দেন রোনাল্ডো। ২১ মিনিটে যে গােলটি করেন সেটিও ফ্রি কিক থেকেই। এরপর প্রথমার্ধের বিরতির ঠিক আগে চিপ করে নিজের তৃতীয় গোলটি করেন সুন্দরভাবে রোনাল্ডো।


 






এদিন হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গেই নিজের ২৯তম গোলটি এবারের সৌদি প্রো লিগ করে ফেললেন রোনাল্ডো। এই মুহূর্তে তিনিই সর্বাধিক গোল স্কোরারের তালিকায় শীর্ষে। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৩৬ গোল করেছেন রোনাল্ডো ও ১২টি অ্যাসিস্টও রয়েছে। 


ফর্মে থাকলেও কিছুদিন আগেই গ্য়ালারির দর্শকদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তি পেতে হয়েছিল রোনাল্ডোকে। এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল তাঁকে। এমনকী জানানো হয়েছিল যে রোনাল্ডোকে সৌদি ফেডারেশনকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এই সিদ্ধান্ত রোনাল্ডোর অপছন্দ করলেও, তাঁর কাছে মেনে নেওয়া ব্যতীত আর কোনও বিকল্প নেই। কারণ সৌদি ফেডারেশনের নিয়মরক্ষা কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে রোনাল্ডো আপিল করতে পারবেন না। রোনাল্ডোর এমন অঙ্গভঙ্গি করার ঘটনা কিন্তু নতুন নয়। গত এপ্রিলেও আল হিলালের বিরুদ্ধে ম্যাচে আল নাসর ২-০ হারার পর ডাগ আউটে যাওয়ার সময়ও রোনাল্ডো এমনই অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন। তবে সৌদি প্রো লিগ নিজের ফর্ম ফিরে পেয়ে এবার ফের হয়ত স্বমহিমায় দেখা যাবে সি আর সেভেনকে।