কলকাতা: গঙ্গাসাগর মেলা চলবে সেই সময়। লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করবেন সাগরে। নিরাপত্তা নিয়ে প্রত্যেকবারই থাকে কড়াকড়ি। তবে এবার বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আর ভারত বিদ্বেষের আবহে নিরাপত্তা নিয়ে আরও তৎপরতা রয়েছে রাজ্য পুলিশের। যার প্রভাব পড়তে চলেছে ফুটবল মাঠে।
১১ জানুয়ারি সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচের আয়োজক মোহনবাগান। তবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে মোহনবাগানকে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, ডার্বির দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে না তারা। যে কারণে ঐতিহ্যশালী ডার্বি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে কলকাতা থেকে ডার্বি সরানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান শেষ মুহূর্ত পর্যন্ত কলকাতায় ডার্বি আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে পরিস্থিতি যা, তাতে ডার্বি পিছনো না হলে কলকাতায় ম্যাচ হওয়া মুশকিল। আবার টুর্নামেন্টের একটি ম্যাচের সূচি পাল্টালে তার প্রভাব অন্য ম্যাচে পড়বে বলে দিনক্ষণ পাল্টাতে এফএসডিএলও সূচি পুনরায় সাজাতেও রাজি নয় বলেই সূত্রের খবর।
ডার্বি শেষ পর্যন্ত কলকাতায় করা না গেলে? মোটামুটিভাবে ঠিক হয়েছে, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে অসমের রাজধানী গুয়াহাটিতে। মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমেই চেয়েছিল ম্যাচ সরানো হলে জামশেদপুরে ডার্বি আয়োজিত হোক। তবে জামশেদপুর এফসি (Jamshedpur FC) রাজি হয়নি বলেই জানা যাচ্ছে।
এফএসডিএল-এর সঙ্গে আলোচনায় উঠে এসেছে গুয়াহাটির নাম। শোনা যাচ্ছে, যেহেতু ১০ জানুয়ারি গুয়াহাটিতে পাঞ্জাব ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র ম্যাচ রয়েছে, ফলে টেলিভিশন সম্প্রচারের সমস্ত সরঞ্জাম সেখানেই থাকবে। তাই বাড়তি কোনও খরচ ছাড়াই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজন ও সম্প্রচার করা সম্ভব গুয়াহাটিতে।
এদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে ব্যবধান আরও বাড়াল সবুজ-মেরুন শিবির। শনিবার প্রথম ম্যাচে গোয়ার মুখোমুখি হয়েছিল ওড়িশা। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর খেলা ছিল জামশেদপুরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ওড়িশাকে ৪-২ গোলে হারিয়েছে গোয়া।
দিনের দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। ২-১ গোলে জিতেছে জামশেদপুর। আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে মোহনবাগান। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে। জামশেদপুরের কাছে হারের পর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। মোহনবাগান পাঁচ পয়েন্টে এগিয়ে গেল।
আরও পড়ুন: ভেঙেছে কাঁধ, নাক, মাঠের ভয়াবহ ঘটনার পর কেমন আছেন দুই ক্রিকেটার?