কলকাতা: আগামীকাল, মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা। ৩৩ বার সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের লক্ষ্যে সংঘবদ্ধ বাংলার প্রত্যেক ফুটবলার। কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দল ফাইনালের আগের দিন, সোমবার কঠোর অনুশীলন সারলেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বাংলা শিবির।
এবারের ফাইনাল নিয়ে বাংলা মোট ৪৭ বার সন্তোষ ট্রফির ফাইনালে উঠল। বাংলা ট্রফি জিতেছে ৩২ বার। অন্য দিকে, কেরল সন্তোষ ট্রফিতে ১৬তম ফাইনাল খেলবে। এর আগে তারা সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার অষ্টম ট্রফি জেতার লক্ষ্যে নামবে তারা।
তবে বাংলা শেষ বার সন্তোষ ট্রফি জিতেছে ২০১৬-১৭ মরসুমে। তারপর সাত বছর কেটে গিয়েছে। আর ট্রফির মুখ দেখেনি বাংলা। শেষ দু'বার - ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে তারা ফাইনালে হেরেছে এই কেরলেরই কাছে। গত দু'বার মূল পর্বেই উঠতে পারেনি বাংলা। এবার তাই বাংলার সামনে প্রতিশোধ নেওয়ার লড়াই।
ফাইনালের আগে সতর্ক বাংলার কোচ সঞ্জয় সেন। তাঁর কথায়, 'সন্তোষ ট্রফির ফাইনালে ওঠা হয়তো অন্য দলগুলির কাছে কৃতিত্বের হতে পারে। তবে আমাদের কাছে নয়। বাংলার কাছে ফাইনালে ওঠার অর্থ শূন্য। ট্রফি না জিতলে কোনও দামই নেই। আমরা ৩২ বার ট্রফি জিতেছি ঠিকই। তবে এখন সন্তোষ ট্রফি অনেক বড় প্রতিযোগিতা। অনেক বেশি রাজ্য খেলছে। অতীতের পারফরম্যান্সকে ছোট করে দেখছি না। তবে এখন ট্রফি জেতা অনেক বেশি কঠিন।'
চলতি টুর্নামেন্টে বাংলা ও কেরল - দু'দলই দুরন্ত ছন্দে। কেরল টুর্নামেন্টে ৩৫ গোল করেছে। বাংলা সেখানে করেছে ২৭ গোল। কেরলের মহম্মদ আজসল (৯) সবচেয়ে বেশি গোল করেছেন। বাংলার রবি হাঁসদার রয়েছে ১১টি গোল। দু'দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।
আরও পড়ুন: তিতাস-রিচা খেললেও মধ্য প্রদেশের কাছে বিরাট পরাজয় বাংলার, ঝুলনের সামনেই ফাইনালে স্বপ্নভঙ্গ
সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য নিয়ে সোমবার নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়া দফতরে আইএফএ-র সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ সিনহা ও দফতরের অন্যান্য আধিকারিকরা। কোচ সঞ্জয় সেন ও বাংলার অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলে উৎসাহিত করে ক্রীড়ামন্ত্রী তাঁদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ রাখছেন। পাশে থাকবেন। একই সঙ্গে সবাই সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য কামনা করেন।
আরও পড়ুন: যশস্বীকে ভুল আউট দিয়ে কি ভারতকে হারিয়ে দিলেন বাংলাদেশের আম্পায়ার? শরফুদ্দৌলাকে নিয়ে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।