দোহা: কেরিয়ারের প্রথম বিশ্বকাপ। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ। আর সেই ম্যাচেই গোল করে নজির গড়লেন স্পেনের ১৮ বছরের তরুণ মিডিও গাভি। পেলের পর কনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে গোল করার নজির গড়লেন এই তরুণ। স্পেনের সেস ফ্যাব্রেগাসের রেকর্ডও ভেঙে দিলেন তিনি। ১৯ বছর বয়সে ২০০৬ সালে বিশ্বকাপের মঞ্চে গোল করেছিলেন ফ্যাব্রেগাস। তবে গতকাল কোস্টাস্তিকার বিরুদ্ধে ম্যাচে স্পেনের পঞ্চম গোলটি করার সঙ্গে সঙ্গেই কনিষ্ঠতম স্প্যানিশ হিসেবে বিশ্বকাপের মঞ্চে গোল করার নজির গড়লেন গাভি। 


বিশ্বকাপে রেকর্ড গড়ল স্পেন। কোস্তা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিল ২০১০ সালের বিশ্বজয়ীরা। বিশ্বকাপে এটাই স্পেনের সবচেয়ে বড় জয়। ২০১০ সালে উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। তার ১২ বছর পর বিশ্বকাপে এত বড় ব্যবধানে জিতল কোনও দেশ।                                                   


স্পেন এত বড় ব্যবধানে জেতায় আতঙ্ক বাড়ল জার্মানির। যারা বুধবার ১-২ গোলে হেরে গিয়েছে জাপানের কাছে। গ্রুপের পরের ম্য়াচে জাপান যদি কোস্তা রিকাকে হারিয়ে দেয়, আর জার্মানি হেরে যায় স্পেনের কাছে, তাহলে ছিটকে যাবেন থোমাস মুলাররা। নক আউটের আশা বাঁচিয়ে রাখতে হলে স্পেনের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে জার্মানিকে। এবং শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে বিরাট ব্যবধানে।                                                       


ম্যাচের শুরুতেই, কিক অফের পর ১১ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন দানি অলমো। ২১ মিনিটে ২-০ করেন মার্কো আসেনসিও। ৩১ মিনিটে ফেরান তোরেস ৩-০ করেন। বিরতিতে ৩-০ গোলে এগিয়ে ছিল স্পেন। বিরতির পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল ফেরান তোরেসের। ৪-০ এগিয়ে যায় স্পেন। ৭৪ মিনিটে ৫-০ করেন গাবি। ৯০ মিনিটে কার্লোস সোলার ৬-০ করেন। ইনজুরি টাইমে কোস্তা রিকার কফিনে শেষ পেরেকটি পোঁতেন আলভারো মোরাতা।           


আরও পড়ুন: হাইভোল্টেজ ম্যাচের আগে রোনাল্ডোকে তোয়াক্কাই করছেন না ঘানার ম্যানেজার