কলকাতা: আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে দাপট দেখিয়ে হারাল মুম্বই ইন্ডিয়ান্স (MI vs SRH)। লখনউ থেকে ফেরার পথে ঝড়ে আটকে পড়লেন কেকেআরের ক্রিকেটারেরা। খেলার দুনিয়ার সারাদিন।
সূর্যর সেঞ্চুরি
তিনি চলতি আইপিএলের (IPL 2024) শুরুর দিকে চোট সমস্যায় জর্জরিত ছিলেন। মাঠে ফেরার পরেও নিয়মিত রান পাচ্ছিলেন না। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জ্বলে ওঠার জন্য বেছে নিলেন ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচকে। ৫১ বলে সেঞ্চুরি করে অপরাজিত রইলেন। টি নটরাজনের বলে ছক্কা মেরে দলকে জেতালেন। সেঞ্চুরিও সম্পূর্ণ করলেন। হায়দরাবাদের কাছে প্রথম সাক্ষাতে হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফিরতি ম্যাচে প্যাট কামিন্সদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন হার্দিক পাণ্ড্যরা।
কেকেআরের বিমান বিভ্রাট
সোমবার সন্ধ্যায় তখন শহরজুড়ে চলছিল তুমুল ঝড়বৃষ্টি। কালবৈশাখীর তাণ্ডবে স্বস্তি বঙ্গবাসীর। তাপমাত্রার পারদ লাফিয়ে নেমে গিয়েছিল।
তবে স্বস্তির ঝড়বৃষ্টির জন্যই আচমকা গভীর সংকট তৈরি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে। কারণ, খারাপ আবহাওয়ার জন্য লখনউ থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে নামতেই পারেনি কেকেআরের বিমান। সেই বিমান ঘুুরিয়ে পাশের রাজ্য অসমের গুয়াহাটিতে চলে যেতে হয় কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। নাইটদের অসংখ্য ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন প্রিয় ক্রিকেটারদের নিয়ে।
অবশেষে রাত ১০টা নাগাদ এল কিছুটা স্বস্তির বার্তা। কেকেআর শিবির থেকে জানানো হল, কলকাতায় ফেরার সবুজ সংকেত পাওয়া গিয়েছে। গুয়াহাটি থেকে রাত ১১টায় কলকাতায় ফেরার কথা শ্রেয়স আইয়ার, রামনদীপ সিংহদের।
সুবুগার রেকর্ড
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করল উগান্ডা। যে দলের সবচেয়ে বড় চমক, ৪৩ বছরের ফ্র্যাঙ্ক সুবুগা।
ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করল উগান্ডা। ব্রায়ান মাসাবাকে সেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের সিনিয়র স্তরে মূল পর্বে খেলবে উগান্ডা। মাসাবার নেতৃত্বে ১৫ সদস্যের দলে রয়েছেন ফ্র্যাঙ্ক সুবাগা (Frank Nsubuga)। অফস্পিনার অলরাউন্ডারের বয়স এখন ৪৩ বছর। তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রবীণ ক্রিকেটার হতে চলেছেন। ওমানের মহম্মদ নাদিম ও নাসিম খুশির রেকর্ড ভেঙে দিচ্ছেন সুবাগা। নাদিম ও খুশি, দুজনরই বয়স ৪১।
স্যামসনের তিক্ত স্মৃতি
রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলার পর থেকেই ফর্ম ফিরে পেয়েছিলেন। গত কয়েক বছর ধরে রাজস্থান শিবিরের নেতৃত্বভারও সামলাচ্ছেন তিনি। কিন্তু একটা মিথ্যে কথাই বদলে দিয়েছে সঞ্জু স্যামসনের জীবন। চলতি আইপিএলে রাজস্থান শিবিরের প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সঞ্জু নিজেও ফর্মে রয়েছেন। এমনকী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি।
অনেক পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যামসনের। সেখানে দেখা যাচ্ছে কেরালার উইকেট কিপার ব্যাটার তাঁর আইপিএল কেরিয়ারে কীভাবে মোড় বদলে দিয়েছিল একটি মিথ্যে কথা। তখন ২০০৯ সাল। তখন কেকেআরে ছিলেন স্যামসন। কিন্তু ম্য়াচ খেলার সুযোগ পাচ্ছিলেন না। সেই সময় রাজস্থান শিবিরে খেলছিলেন শ্রীসন্থ। সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। শ্রীসন্থ নাকি দ্রাবিড়কে জানিয়েছিলেন যে কেরালার একটি ছেলে রয়েছে যে একটি ঘরোয়া খেলার ছয়টি ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। তাঁকে যেন দলের সঙ্গে রাখা হয়। এরপরই রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাকা হয় স্যমসনকে। স্যামসন এই সাক্ষাৎকারে পরে জানান যে শ্রীসন্থ দ্রাবিড়কে মিথ্যে কথা বলেছিলেন। যদিও স্যামসনের কেরিয়ার বদলে গিয়েছিল তাতে। ২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয় স্যামসনের। এরপর ২০১৫ পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্জাইজির হয়েই খেলেন। এরপর ২০১৬-২০১৭ দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে খেলেন। ফের ২০১৮ মরশুমে রাজস্থানে ফিরে আসেন। রাহানের সরে যাওয়ার পর এই দলের অধিনায়কও এখন তিনি।