কলকাতা: অবশেষে মোহনবাগানের (Mohun Bagan) মসনদে প্রত্যাশামতোই বদল ঘটল। শনিবার আনুষ্ঠানিকভাবে মোহনবাগান ক্লাবের সচিব পদে বসলেন সৃঞ্জয় বসু। আগামী তিন বছর মোহনবাগান ক্লাব কোন পথে এগোবে, তার দিশা দেখাবে সৃঞ্জয় বসুর নেতৃত্বাধীন ২১ সদস্যের কার্যকরী কমিটি।

সোমবার মোহনবাগানের নতুন কার্যকরী কমিটির প্রথম বৈঠক হবে।  সেখানেই মোহনবাগান ক্লাবের নতুন সভাপতি বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে।  টুটু বসুর তিন দশকের সভাপতিত্বের জমানা শেষ। নতুন সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত। একটা সময় সৃঞ্জয়ের সঙ্গে যাঁর চেয়ারের লড়াই হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত যুযুধান দুই শিবির সমঝোতা করে নেয়। সেই অনুযায়ী দেবাশিস হচ্ছেন সভাপতি। সৃঞ্জয় ওরফে ময়দানের টুম্পাই হচ্ছেন সচিব।

আগেই দুই শিবির আলোচনা করে সব ঠিকঠাক করে নিয়েছিল। নির্বাচনী যুদ্ধ সমঝোতার রাস্তায় হাঁটতেই মোহনবাগান প্রশাসনিক অস্থিরতা শেষ হয়ে যায়। কৌতূহল নিরসন হয় ময়দানের। যারা অপেক্ষা করেছিলেন, নির্বাচনে কোন পক্ষ জিতে ক্ষমতায় আসে। যুযুধান দুই গোষ্ঠী বাকযুদ্ধ সরিয়ে সমঝোতার রাস্তায় হেঁটেছে।  বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা।

শনিবার সন্ধেবেলা ক্লাব তাঁবুতে সেটাও হয়ে গেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বসু। নির্বাচনী বোর্ডের চেয়ারম‌্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সাংবাদিক বৈঠকে সেই ঘোষণা করলেন। সেই সঙ্গেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় মোহনবাগানের কমিটির ২১ সদস‌্যের নামও।

সচিব পদে ফের দায়িত্বে এলেন সৃঞ্জয়। যিনি নতুন দায়ভার গ্রহণ করে বলেছেন, 'প্রচারে গিয়ে নানা প্রান্তের মানুষের মতামত শুনেছি। সেই মতো কাজ করতে হবে।' কথায় কথায় মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার নামও বলেছেন তিনি। সৃঞ্জয় বলেছেন, “সঞ্জীববাবু মোহনবাগানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ক্লাবে আসেননি। ওঁকে বোঝাতে হবে, এই ক্লাব তাঁরও। আমাদের দিক থেকে সবরকম চেষ্টা করা হবে।”

সোমবার কার্যকরী কমিটির বৈঠকের পরে নতুন সভাপতির নাম প্রকাশ‌্যে আনবেন বলেও জানিয়েছেন সৃঞ্জয়। সেই পদে সম্ভবত থাকছেন দেবাশিস দত্তই। ৯ জুন সচিব পদে মনোনয়ন জমা দেন সৃঞ্জয়। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিল শুক্রবার। সৃঞ্জয় বসু যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনবাগান সচিব পদে বসতে চলেছেন, সেই দেওয়াললিখন স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। কারণ, তিনি ছাড়া সচিব পদের জন্য আর কেউই মনোনয়ন জমা দেননি। শনিবার ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সৃঞ্জয় বসুর নাম সচিব হিসেবে ঘোষণা করলেন।