কলকাতা: এই শহর জানে তাঁর প্রথম সবকিছু। এই শহরেই শুরু হয়েছিল ফুটবলে পথ চলা। এই শহরেই শেষটাও হতে চলেছে। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নামবে ভারত। আর সেটিই হবে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষ ম্য়াচ। যুবভারতীয় স্টেডিয়াম সেজে উঠছে সুনীলকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য। সেদিন স্টেডিয়ামের আনাচে কানাচে হয়ত ভরে যাবে সুনীলের কাট আউটে। দেশের ফুটবল কিংবদন্তিকে যে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখতে পাওয়ার সুযোগ। এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি। ইতিমধ্যেই ম্য়াচের টিকিটের দামও নির্ধারণ করা হয়েছে। 


সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্য়াচ আপনি যদি দেখতে চান, তবে কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে। ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকার টিকিটও রয়েছে। টিকিটের মূল্য ১০০০ টাকা। আপাতত জা যানা যাচ্ছে বুক মাই শো-তে টিকিট পাওয়া যাবে। তবে কবে থেকে টিকিট মিলবে তা এখনও অফিশিয়ালি জানানো হয়নি। 


উল্লেখ্য, গতকালই এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের বিষয়ে জানান সুনীল। পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে পথ চলা শুরু হয়েছিল ২০০৫ সালে। আর আগামী ৬ জুন নীল জার্সিকে চিরতরে বিদায় জানাবেন এই তারকা স্ট্রাইকার। গতকাল বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন সুনীল। তিনি বলছেন, ''প্রায় এক মাস ধরে অবসরের চিন্তাভাবনা করছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, আর নয়। আমার অনুভূতি ও উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত। মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। ভারত-কুয়েত ম্যাচটা আমার কেরিয়ারের বিরাট এক ম্যাচ। দেশের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ। নিজস্ব অনুভূতি পরে, কুয়েত ম্যাচে দেশের স্বার্থই সকলের ওপরে। ঘরের মাঠে জিততেই হবে। তাতে তৃতীয় রাউন্ডে উঠব।''


সুনীল আরও বলেন, ''আমার গোটা সফরটা স্বপ্নের মতো। ১৯ বছর জাতীয় দলে থাকার সৌভাগ্য আমার হয়েছে। এই কৃতিত্ব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। মন থেকে বলছি।'' দেশের জার্সিতে শেষ ম্য়াচেও পারফর্ম করতে মরিয়া সুনীল। ৯৪ গোলের সংখ্যাটা হয়ত ১০০ ছোঁবে না। কিন্তু সংখ্যাটা আরও একটু বাড়িয়ে নিতে চান। সুনীল বলছেন, ''৬ জুন নিজের শেষ ম্যাচে দলের হয়ে অবদান রাখতে পারলে ভাল লাগবে। কুয়েতের মোকাবিলা করার দক্ষতা আমাদের দলের আছে। ভারতের মাটিতে, কলকাতায় খেলার জন্য দল তৈরি।''