কলকাতা: বুধবার শহরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (India vs Kuwait)। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তুতিতেও নেমে পড়েছে। ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে ভারতের সামনে কুয়েত। যে ম্যাচ সুনীল ছেত্রীর (Sunil Chhetri) আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ। আর সেই কারণেই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।


কেমন চলছে প্রস্তুতি? ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিংহ সাঁধু বলছেন, 'সকলে মিলে খুবই পরিশ্রম করছি। সপ্তাহ দুয়েক ছুটি কাটিয়ে এই শিবিরে এসেছিলাম। তবে কয়েকদিনের প্রস্তুতিতে শারীরিক ও মানসিকভাবে মজবুত জায়গায় পৌঁছে গিয়েছি।' ১১ মে থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারতের প্রস্তুতি শিবির। ২৯ মে কলকাতায় পৌঁছেছে দল। কলকাতায় পৌঁছনোর পর থেকে সমর্থকদের উন্মাদনা ছুঁয়ে গিয়েছে ভারতীয় ফুটবলারদের। গুরপ্রীতের সঙ্গে কলকাতার পুরনো যোগ। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি খেলেছেন কলকাতার দল ইস্টবেঙ্গলে।


গুরপ্রীতের কথায়, 'কলকাতায় সমর্থন নিয়ে ভাবতে হয় না কখনওই। এখানে সকলের খেলা নিয়ে আবেগ, উন্মাদনা দেখতেই পাবেন। সকলেই ফুটবল ভালবাসেন। যাঁরা নিজেদের কাজ শিকেয় তুলে খেলা দেখতে আসবেন, তাঁদের জন্যই সব কিছু দিয়ে ঝাঁপাব। বিমানবন্দর হোক বা স্টেডিয়াম, সর্বত্র ভালবাসা পাচ্ছি।'


কুয়েতকে প্রথম সাক্ষাতে ১-০ গোলে হারিয়েছিল ভারত। আপাতত গ্রুপে দুই নম্বরে রয়েছে ইগর স্তিমাচের দল। গুরপ্রীত বলছেন, 'প্রতিপক্ষের জন্যই ৬ জুনের ম্যাচটা গুরুত্বপূর্ণ। ওরা দারুণ দল। নিপুণ সব ফুটবলার। ভুল করার কোনও জায়গাই নেই। আশা করছি এরকম দলের সঙ্গে আরও খেলার সুযোগ পাব এবং তাতে আমাদের ফুটবলের মান বাড়বে।'


 






বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে প্রথমবারের মতো যেতে পারে ভারত। গুরপ্রীত বলেছেন, 'তৃতীয় রাউন্ডে আমরা কোনওদিন যাইনি। তাই আমরা মরিয়া। সেটা পারলে শুধু যে পরের রাউন্ডে ওঠা হবে তাই নয়, পরের এশিয়ান কাপের সরাসরি যোগ্যতাও পাওয়া যাবে। সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ।' 


আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।