গুয়াহাটি: চার দিন আগের ম্যাচের ফলাফল যদি অত্যন্ত হতাশাজনক হয়, তাহলে আজ, মঙ্গলবার গুয়াহাটিতে যা হল, তা ভারতীয় ফুটবলের জন্য লজ্জাজনক বলেই মনে করছেন অনেকে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে আফগানিস্তান বিরুদ্ধে (IND vs AFG) ম্যাচে এগিয়ে গিয়েও শেষমেশ ঘরের মাঠে হারতে হল ব্লু টাইগার্সকে। ম্যাচের ফলাফল আফগানিস্তানের পক্ষে ২-১। ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর লক্ষ্যে ভারতীয় দলের জন্য এই ম্যাচে আফগানদের হারানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে গত ম্যাচেও যেমন আফগানিস্তানের বিরুদ্ধে বারংবার আক্রমণ গড়ে তোলা সত্ত্বেও তা গোলে রূপান্তরিত করতে পারেননি ভারতীয় ফরোয়ার্ডরা। এই ম্যাচেও তেমনটাই হল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুনীল ছেত্রীর এক শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বল মনবীরের শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়।
ম্যাচে কিন্তু লিডটা ভারতীয় দলই নিয়েছিল। সৌজন্যে অবশ্যই দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ৩৮ মিনিটে আফগানিস্তান অধিনায়ক পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় ভারতীয় দল পেনাল্টি পায়। আফগান গোলরক্ষক আজিজ়ির ডান দিকে এক নীচু শটে বল জালে জড়িয়ে দেন ছেত্রী। ২৫, ৫০, ৭৫, ১০০ ও ১২৫তম ম্যাচের মতো ১৫০তম ম্যাচেও গোল করে মাইলফলক ম্যাচে গোল করার ধারা অব্যাহত রাখেন সুনীল ছেত্রী। সাত ম্যাচ পর গোল পান তিনি। এটি তাঁর কেরিয়ারের ৯৪তম আন্তর্জাতিক গোল। প্রথমার্ধ লিড নিয়েই শেষ করে ভারত।
তবে দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিটে ছবিটা একেবারে বদলে যায়। ৭০ মিনিটে রহমত আকবারির শট ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষক গুরপ্রীতকে পরাস্ত করে। এরপর ৮৮ মিনিটে শরিফ মুখাম্মদ পেনাল্টি থেকে দ্বিতীয়বার ভারতের জালে বল জড়িয়ে দেন। ম্যাচ শেষ হয় ২-১ স্কোরেই। এই জয়ের ফলে চার ম্যাচ খেলে ভারতীয় দলের সমান চার পয়েন্ট হয়ে গেল আফগানিস্তানের। ভারতের কুয়েত এবং কাতারের বিরুদ্ধে দুইটি ম্যাচ বাকি রয়েছে। পরের রাউন্ডে পৌঁছতে হলে তাই কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচটা কিন্তু ছেত্রীদের জন্য কার্যত মরণ-বাঁচন ম্যাচ হয়ে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'সোশ্যাল মিডিয়া খুলতে মানা করা হয়েছিল', যশ দয়ালের মনে পাঁচ ছক্কার খাওয়ার ক্ষত এখনও দগদগে