মাদ্রিদ: বিশ্বের সর্বকালের সেরা মিডফিল্ডারদের কথা উঠলে, তাঁর নাম উঠে আসতে বাধ্য। সেই টনি ক্রুস নিজের খেলোয়াড় জীবনের ইতি টানতে চলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া মারফত অবসরের কথা ঘোষণা করলেন ক্রুস (Toni Kroos)।


এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত তারকা মিডফিল্ডার জানান আসন্ন ইউরোই পেশাদার ফুটবলার হিসাবে তাঁর কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে। তারপরেই তিনি বুট জোড়া তুলে রাখবেন। ৩৪ বছর মিডফিল্ডার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'দশ বছর পর এই অধ্য়ায়টা শেষ হতে চলেছে। যারা আমায় সাদরে স্বাগত জানিয়েছিলেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে প্রথমদিন থেকে শেষদনি পর্যন্ত আপনাদের ভালবাসার জন্য আমি সবথেকে বেশি কৃতজ্ঞতা জানাব মাদ্রিস্তা আপনাদের।'


তিনি যোগ করেন, 'এই সিদ্ধান্তটার অর্থ হল আমার পেশাদার ফুটবলার হিসাবে কেরিয়ার এবারের ইউরোর পরেই শেষ হতে চলেছে। আমি বরাবরই বলে এসেছি রিয়াল মাদ্রিদই আমার শেষ ক্লাব হবে। আমি মানসিকভাবে সঠিক সময়ে এই সিদ্ধান্তটা নিতে পারায় আমি খুশি এবং গর্বিত। আমি বরাবরই কেরিয়ারের শীর্ষে থেকে শেষটা করতে চেয়েছিলাম।'


 






 


ক্রুসের ট্রফি ক্যাবিনেট কিন্তু বেশ ঈর্ষণীয় বললেও কম বলা হয়। তিনি জার্মানির (Germany Football team) হয়ে ইতিমধ্যেই বিশ্বকাপ তো জিতেইছেন। পাশাপাশি বায়ার্ন মিউনিখ (Bayern Munich) এবং রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, তিনটি বুন্দেশলিগা, চারটি লা লিগা, পাঁচটি উয়েফা সুপার কাপ, তিনটি জার্মান কাপ, চারটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি করে কোপা দেল রে ও জার্মান সুপার কাপসহ মোট ৩৩টি ট্রফি জিতেছেন নিজের কেরিয়ারে।  


ক্রুস ২০২২ সালেই প্রথমবার অবসর জল্পনা উস্কে দিয়েছিলেন। কিন্তু তিনি আরও এক মরশুম খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনকী ২০২১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, তিনি এ বছরের ফেব্রুয়ারিতেই ফের অবসর ভেঙে জার্মান জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান। ইউরোর স্কোয়াডেও তাঁকে ডাকা হয়। এরপরেই সকলে মনে করেছিলেন তিনি হয়তো খেলা চালিয়ে যাবেন। তবে সকলকে চমকে দিয়ে হঠাৎই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ক্রুস। 


মাদ্রিদ এবারের লা লিগা ইতিমধ্যেই জিতে ফেলেছে। নিজের সুবর্ণ ক্লাব কেরিয়ারে আরও এক ট্রফি যোগ করার সুযোগ রয়েছে ক্রুসের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেটিই ক্রুসের শেষ ক্লাব ফুটবল ম্যাচ হতে চলেছে। এর পাশাপাশি জার্মান জাতীয় দলের সঙ্গে ইউরোতেও নামবেন তিনি। তাই একাধিক ট্রফি জিতে এক ঐতিহাসিক কেরিয়ারের শেষ করার হাতছানি রয়েছে জার্মান তারকার সামনে। তিনি সেই লক্ষ্যে সফল হতে পারেন কি না, সেটাই দেখার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: উনচল্লিশের রোনাল্ডোকে নিয়েই ইউরো কাপ অভিযানে নামতে চলেছে পর্তুগাল