কলকাতা: সদ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ (Jay Shah)। সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হিসাবে ইতিহাস গড়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র আইসিসির সর্বোচ্চ নেতা হওয়ায় অমিত শাহকে (Amit Shah) এক শুভেচ্ছাবার্তা পাঠান মমতা বন্দোপাধ্য়ায় (Mamata Banerjee)। তবে অনেকেই মনে করছেন আপাত অর্থে শুভেচ্ছা মনে হলেও, শাহপুত্রের এই বড় দায়িত্ব পাওয়া নিয়ে তাঁকে একপ্রকার খোঁচাই দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মমতাকে বিঁধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
অমিত শাহপুত্র ক্রিকেট প্রশাসনে জায়গা পাওয়ায় এর আগেও একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছেন মমতা বন্দোপাধ্য়ায়। কোন ভিত্তিতে ক্রিকেট প্রশাসক হিসাবে এত বড় পদে ক্ষমতাসীন হয়েছেন জয় শাহ, সেই নিয়ে তুলেছেন প্রশ্ন। এবার মমতাকে জবাব দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দোপাধ্য়ায়ের মতোই এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত শুভেন্দু তাঁর পরিবারের একাধিক ব্যক্তিও যে বাংলার বিভিন্ন ক্রীড়া সংস্থার একাধিক শীর্ষ পদে রয়েছেন, তা মনে করিয়ে দেন। কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন কোন ভিত্তিতে তাঁরা বাংলার ক্রীড়া সংস্থায় শীর্ষ নেতৃত্ব পেলেন। পাশাপাশি আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়কে ব্যর্থ মন্ত্রী হিসাবেও খোঁচা দেন তিনি।
শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন। আপনার ভাইয়েরা রাজনীতিবদ হননি, পরিবর্তে হয়েছেন- অজিত বন্দোপাধ্যায় (ষষ্ঠী), আইএফএ (বাংলার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা) সভাপতি। বাবুন বন্দোপাধ্য়ায় (স্বপন), বাংলা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন সভাপতি, মোহনবাগান ফুটবল ক্লাবের মাঠ সচিব, পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ কবাড্ডি অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ অ্যামাচার বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ক্রীড়া প্রশাসনের শীর্ষ স্তরের এই পোস্টগুলি পাওয়ার আকাঙ্খা অনেক রাজনীতিবিদেরই থাকে। আপনার ভাইয়েরা নিঃসন্দেহে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে এবং তাদের এই সাফল্যে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। কুর্নিশ।'
এর আগে মমতা বন্দোপাধ্যায় জয় শাহের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি হওয়ায় লিখেছিলেন, 'অভিনন্দন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!! আপনার ছেলে রাজনীতিবিদ হয়নি। কিন্তু আইসিসি চেয়ারম্যান হয়ে গিয়েছে। যে পদটি অনেক রাজনীতিবিদের চেয়েও অনেক অনেক গুরুত্বপূর্ণ পদ!! আপনার ছেলে সত্যিই ভীষণ ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। এই সর্বোচ্চ প্রাপ্তির জন্য আপনাকে অনেক অভিনন্দন। কুর্নিশ।' বাংলার মুখ্যমন্ত্রীর এই পোস্টের ভাষাকে কার্যত অনুকরণ করেই বিরোধী দলনেতা তাঁকে নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে। ভারতীয় রাজনীতিবিদদের ক্রীড়া দফতরের উঁচু পদ পাওয়া নিয়ে যে রাজ্য, রাজনীতি স্বরগরম, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, গড়লেন ইতিহাস