ডর্টমুন্ড: ঘরের মাঠে আয়োজক দেশ আয়োজক দেশের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) নাগাড়ে নিজেদের চতুর্থ ম্যাচ জিতে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। ২-০ গোলে ডেনমার্ককে (GER vs DEN) পরাজিত করল তাঁরা। জার্মানদের হয়ে কাই হ্যাভার্টজ় (Kai Havertz) প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি আসে জামাল মুসিয়ালার (Jamal Musiala) পা থেকে। 


ম্যাচের শুরু থেকেই জার্মানরা যে দাপট দেখাতে পারে, সেই পূর্বাভাস বিশেষজ্ঞদের অনেকেই দিয়েছিলেন। হলও তাই। একেবারে শুরু থেকেই কিমিচ, হ্যাভার্টজ়রা দাপট দেখাতে শুরু করেন। দুই তারকাই প্রথম দশ মিনিটে গোলের দুই ভাল সুযোগ পান। এমনকী কর্নার থেকে নিকো স্লটারব্যাক ডেনমার্কের জালে বলও জড়িয়ে দেন। তবে প্রথম দুইক্ষেত্রে ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল দুইটি ভাল সেভ করেন। আর স্লটারব্যাকের গোল ভার বাতিল করে দেয়। কিমিচ ডেনমার্ক ডিফেন্ডারকে পেনাল্টি বক্সে অযাচিতভাবে ব্লক করায় গোল বাতিল করতে হয়। তবে ডেনমার্কের কাছে এই চাপের বিষয়টা অপরিচিত কিছু নয়। তারা প্রতিপক্ষের চাপেও অটল থেকে নিজেদের সময়মতো আঘাত হানার জন্য বেশ বিখ্যাত।


তবে হঠাৎ করেই ঝড়ের জন্য ম্যাচ বন্ধ করতে করে। খেলোয়াড়রা ফিরে যান সাজঘরে। মাঠে ফেরার পর দুই দলই একদম আক্রমণাত্মক ফুটবল খেলতে ঝাঁপিয়ে। হু হু করে একের পর এক আক্রমণের ঝড় উঠে। তবে সেই ঝড়ের মাঝেও ম্যানুয়েল নয়ার ও স্মাইকেল নিজেদের ক্লাস দেখিয়ে প্রথমার্ধে ম্যাচ গোলশূন্যই রাখেন। হয়ল্যান্ড, হ্যাভার্টজ়রা চেষ্টা করেও জালে বল জড়াতে পারেননি।


দ্বিতীয়ার্ধে একইভাবে খেলা চলতে থাকে। জোয়াকিম অ্যান্ডারসন অবশেষে নয়ারকে কাটিয়ে জার্মানদের জালে বল জড়ান। তবে সেই গোল ভার বাতিল করে দেয়। উপরন্তু, তাঁর হ্যান্ডবল থেকেই পেনাল্টি পায় জার্মানি। হ্যাভার্টজ় গোল করতে ভুল করেননি। হ্যাভার্টজ় গোলের আরও দুইটি বড় সুযোগ পেয়ে নষ্ট করেন। ড্যানিশদের হয়ে হয়ল্যান্ডও বড় সুযোগ হাতছাড়া করেন। কিন্তু মুসিয়ালা তেমনটা করেননি। ৬৮ মিনিটে দুরন্ত বাঁক খাওয়ানো শটে জার্মানির ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচে আর কোনও গোল হয়নি। ২-০ জয় পায় জার্মানরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মেসির অনুপস্থিতিতে মার্তিনেজের জোড়া গোল, পেরুকে হেলায় হারাল আর্জেন্তিনা, কোপার শেষ আটে কানাডাও