বার্লিন: গ্রুপ পর্বের লড়াই শেষ। রাউন্ড অফ ১৬-র পর উয়ফা ইউরোর (UEFA Euro 2024) আজ, ৫ জুলাই থেকে শুরু হচ্ছে মহাদেশের সেরা হওয়ার শেষ আটের লড়াই অর্থাৎ কোয়ার্টার ফাইনালের লড়াই। স্পেন, আয়োজক জার্মানির পাশাপাশি পর্তুগাল, ফ্রান্সের মতো শক্তিধর দেশগুলিও রয়েছে শেষ আটের লড়াইয়ে। টুর্নামেন্ট ফেভারিট হিসাবে মাঠে নামা এই দলগুলির পাশাপাশি তুরস্ক, স্যুইৎজারল্যান্ডের মতো খাতায় কলমে তুলনামূলক ছোট দলগুলিও কিন্তু মহাদেশ সেরার লড়াইয়ের দুরন্ত পারফর্ম করে শেষ আটে নিজেদের জায়গা করে নিয়েছে। এছাড়া ইংল্যান্ড ও নেদারল্যান্ডসও শেষ আটের থেকে সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ে রয়েছে।
টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালেই খাতায় কলমে অন্তত এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবথেকে বড় ম্যাচ আয়োজিত হতে চলেছে। আয়োজক জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সম্ভবত এ বারের ইউরোর সবথেকে ইনফর্ম দল স্পেন। অবশ্য পর্তুগাল বনাম ফ্রান্সও কিন্তু বড় ম্যাচের ব্র্যাকেটেই পড়ে। রোনাল্ডো বনাম এমবাপের ব্যক্তিগত দ্বৈরথও কিন্তু এই ম্যাচে সমর্থকদের নজর রাখার মূল কারণগুলির অন্যতম।
উয়েফা ইউরো ২০২৪-র কোয়ার্টার ফাইনাল সূচি:-
- ৫ জুলাই- স্পেন বনাম জার্মানি, স্টুটগার্ট (রাত ৯.৩০টা)
- ৬ জুলাই- পর্তুগাল বনাম ফ্রান্স, হ্যামবার্গ (ভোররাত ১২.৩০টা)
- ৬ জুলাই- ইংল্যান্ড বনাম স্যুইৎজারল্যান্ড (রাত ৯.৩০টা)
- ৭ জুলাই- নেদারল্যান্ডস বনাম তুরস্ক, বার্লিন (ভোররাত ১২.৩০টা)
স্পেন-জার্মানির ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালই নয়, সেমিফাইনালেও দুই শক্তিধর দেশের মহাদ্বৈরথ নিশ্চিত।
কবে থেকে শুরু খেলা?
ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে শুক্রবার, ৫ জুলাই থেকে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে সবকয়টি ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন ইউরোর শেষ আটের লড়াই। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা। সোনি লিভ ওয়েবসাইটেও দর্শকরা ম্যাচ দেখতে পাবেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উয়েফা ইউরো ২০২৪-এই অবসান, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো