নয়াদিল্লি: রাউন্ড অফ ১৬-তে পৌঁছনোর সুযোগ রয়েছে আর এক দলের সামনে। তবে উয়েফা ইউরোর (UEFA Euro 2024) গ্রুপ 'বি' থেকে ইতিমধ্যেই পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে স্পেন। তবে আলবানিয়া, ইতালি এবং ক্রোয়েশিয়া, তিন দলের কাছেই এখনও পরের রাউন্ডে পৌঁছনোর হাতছানি রয়েছে। একই সময়ে জার্মানির দুই ভিন্ন মাঠে নামবে চার দলই। শেষ ১৬-তে লা রোহার পাশাপাশি আর কোন দল নিজেদের জায়গা পাকা করবে? 


দলের তারকার ছড়াছড়ি। লুকা মদ্রিচ, ম্যাটিও কোভাসিচরা গুচ্ছ গুচ্ছ খেতাব জিতেছেন। রয়েছে প্রচুর অভিজ্ঞতাও। তাও এ বারের ইউরো মাতাতে এখনও পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ তাঁরা। তার প্রভাব সরাসরি পড়েছে ক্রোয়েশিয়ার খেলায়। স্পেনের বিরুদ্ধে ৩-০ স্কোরলাইনে কার্যত উড়ে যাওয়ার পর, খাতায় কলমে তুলনামূলক দুর্বল আলবানিয়াকেও হারাতে পারেননি মদ্রিচরা। পরের রাউন্ডে পৌঁছতে তাই ইতালির বিরুদ্ধে (CRO vs ITA) ক্রোটদের কাছে জয়ই একমাত্র বিকল্প।


তাদের প্রতিপক্ষ ইতালিও কিন্তু এখনও পর্যন্ত নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেনি। আলবানিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ে জয় পেলেও, স্পেনের কাছে হারতে হয়েছিল আজ়ুরিদের। আপাতত তাঁদের দখলে তিন পয়েন্ট। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হার এড়াতে পারলেই ইতালি গ্রুপ রানার্স আপ হিসাবে পরের রাউন্ডে পৌঁছে যাবে। সেই বিষয়ে ইতালি অধিনায়ক দোন্নারুমাও অবগত। তাই স্পেনের বিরুদ্ধে হারার পরেই তিনি বলেছিলেন, 'আমাদের ভাগ্য তো এখনও আমাদের হাতেই রয়েছে। তাই চিন্তার কোনও কারণ নেই। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে, তবে আমি আশাবাদী।' ঐতিহাসিকভাবে এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের চারটিই ১-১ ড্র হয়েছে। এবারও এমনটা হবে? সময়ই বলবে।


অপরদিকে, আলবানিয়া নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর, অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্লাউসের গোলে নতুন অক্সিজেনের খোঁজ পায়। ড্র করে ম্যাচ। তাঁদের সামনে এবার অপরাজিত স্পেন (ALB vs ESP)। লড়াইটা কঠিন। তবে আলবানিয়া যে হাল ছাড়তে নারাজ, তা দলের মিডফিল্ডার কাজ়িম ম্যাচের আগেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'আমরা কোনওভাবেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। স্পেনের বিরুদ্ধে নিজেদের সেরাটা দেব।' 


অপরদিকে, স্পেনের গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত। এই ম্যাচের মাধ্যমে দলের রিজার্ভে থাকা তারকাদের সুযোগ দিতে পারেন বলেন পূর্বাভাস দিয়ে রেখেছন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে রাউন্ড অফ ১৬-তে কিন্তু জয়ের ধারা বজায় রেখেই পৌঁছতে চাইবে লা রোহা। স্প্যানিশ দল কিন্তু আলবানিয়ার বিরুদ্ধে এর আগে সাত ম্যাচেই জয় পেয়েছে। গোল করেছে ২৯টি। শেষমেশ কারা শেষ ১৬-তে স্পেনের সঙ্গে দ্বিতীয় দল হিসাবে জায়গা পাকা করেন, সেটাই দেখার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: একপেশে লড়াই, পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু করল উরুগুয়ে