মিউনিখ: দুই শক্তিধর দেশ। প্রতিভা, দক্ষতায় ভরপুর। তারকাদের ছড়াছড়ি। তবে দুই দলের মধ্যে একজনেরই খেতাব জয়ের আশা জিইয়ে থাকবে। উয়েফা ইউরোর (UEFA Euro 2024) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স (ESP vs FRA)। একদিকে কিলিয়ান এমবাপে, এনগলো কন্তে, আঁতোয়া গ্রিজ়ম্যান, তো অপরপ্রান্তে লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, রদ্রিরা। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। 


এবারের ইউরোয় সবথেকে ধারাবাহিক দলের নাম স্পেন। লা রোহারাই একমাত্র দল হিসাবে ইউরোতে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। গোলের সংখ্যা (১১), গোলের প্রয়াস (১০২), বল দখলে নেওয়া (২৩০), আক্রমণ হোক বা রক্ষণ বিভাগ, সবক্ষেত্রেই স্প্যানিশ দল শীর্ষে। অর্থাৎ এখনও পর্যন্ত এবারের ইউরোতে একেবারে কার্যত নিখুঁত ফুটবল খেলছে লুইস দে লা ফুয়েন্তের (Luis de la Fuente) স্প্যানিশ দল। তবে নক আউট ম্যাচে যে অতীত ফলাফলের কোনও গুরুত্ব নেই, তা ভালভাবেই জানেন দুই দলের তারকারা। বিশেষ করে প্রতিপক্ষের নাম যখন ফ্রান্স। 


দুই বিশ্বকাপের ফাইনালিস্ট, ২০১৬ সালের ফাইনালে ওঠা লা ব্লাঁরা দিদিয়ের দেশঁর ( Didier Deschamps) অধীনে যেন ধারাবাহিকতার অপর নাম হয়ে উঠেছে। কন্তে, এমবাপে, জিহু, গ্রিজ়ম্যানের মতো তারকারা আট বছর আগেও ফ্রান্সের ইউরো ফাইনালে খেলার দলের অংশ ছিলেন। সকলেই জিতেছেেন বিশ্বকাপ। তাই বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা অভাব অন্তত ফ্রান্সের ফুটবলারদের নেই। তবে মহাদেশের সেরা হওয়ার স্বপ্নটা এখনও অধরাই রয়েছে তাঁদের। সেই লক্ষ্যেই এবার মাঠে নামবে ফ্রান্স দল। দলের মহাতারকা স্ট্রাইকারদের অভাব না থাকলেও, এবারের ইউরোয় কিন্তু নজর কেড়েছে ফ্রান্সের রক্ষণভাগ। এবারের ইউরোর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই প্রতিপক্ষ আক্রমণভাগে গোল করা থেকে বিরত রেখেছে ফ্রান্স। তাই একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। 


ম্যাচের আগে স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে বলেন, 'আমরা ফুটবল সুপার পাওয়ার, বিরাট শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছি। ওরা দলগতভাবে তো ভালই, উপরন্তু অনবদ্য কয়েকজন তারকা ফুটবলারও রয়েছে ওদের। তবে আমরা একই স্তরের দল। দারুণ এক ম্যাচ অপেক্ষা করে রয়েছে।' অপরদিকে দেশঁ এক কথায় মেনে নিচ্ছেই স্পেনই এবারের ইউরোর সেরা দল, 'স্পেনই এখনও পর্যন্ত এবারের ইউরোর সেরা দল। সব স্প্যানিশ দলেরই মিডফিল্ড ভাল হয় যারা খেলা নিয়ন্ত্রণ কর। সেইমতোই রদ্রি এই স্প্যানিশ দলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ, তবে সকল খেলোয়াড়ই ভাল খেলছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সেমিফাইনালে শুরু থেকেই মেসি-দি'মারিয়া-আলভারেজ? আগ্রাসী পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্তিনা