মিউনিখ: ইউয়েফা নেশন্স লিগের (Uefa Nations League) ফাইনালে আজ গভীর রাতে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও স্পেন (Portugal vs Spain)। আয়োজক জার্মানিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল। অন্য়দিকে ফ্রান্সকে হারিয়ে খেতাব জেতার লক্ষ্যে ফাইনালে উঠেছে স্পেন। আগেরবারও ট্রফি জিতেছিল স্পেনই। এবার তাই ট্রফি ধরে রাখার লড়াই তাঁদের সামনে। অন্য়দিকে চল্লিশেও ফের একবার জ্বলে উঠে দলকে ট্রফি এনে দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে সি আর সেভেনের কাঁধে। ভারতীয় সময় রবিবার রাতে ১২.১৫ তে মিউনিখের এলিয়াঞ্জ স্টেডিয়ামে ২ দল আজ খেলতে নামবে।
২০০০ সালে শেষবার জার্মানিকে হারিয়েছিল। এরপর এবার নেশন্স লিগের সেমিতে ফের একবার জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল। তারা ২০১৯ সালে নেশন্স লিগের উদ্বোধনী মরশুমে জয় ছিনিয়ে নিয়েছিল। ২০২৩ সালে শেষবার এই টুর্নামেন্টে জিতেছিল স্পেন। এই ম্য়াচে নিঃসন্দেহে নজর থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে স্পেনের ১৭ বছরের লামিনে ইয়ামালের ওপর। জার্মানিকে ২-১ গোলে যে সেমির ম্য়াচে হারিয়েছিল পর্তুগাল। সেই ম্য়াচে প্রথমে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিয়েছিল পর্তুগাল। ম্যাচের জয়সূচক গোলটি এসেছিল পর্তুগিজ সুপারস্টারের পা থেকেই। ফ্রান্সের বিরুদ্ধে ৫-৪ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল স্পেন। সেই ম্যাচে একাই জোড়া গোল করেছিলেন লামিনে ইয়ামাল। আজ দুজনেই কিন্তু একে অপরকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করবেন।
শেষবার এই টুর্নামেন্টে দুটো দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। স্পেন ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। জার্মানি ও ২০২১ সালের বিজয়ী দল ফ্রান্স তৃতীয় স্থানের ম্য়াচের জন্য় লড়াইয়ে নামবে আগামী ৮ জুলাই।
উল্লেখ্য, মিউনিখের অ্য়ালায়েঞ্জ এরিনায় উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুটো দল। পর্তুগাল এর আগে শেষবার ২০০০ সালে জার্মানিকে হারিয়েছিল। তাই খাতায় কলমে সাদা-কালো ব্রিগে় এগিয়ে থেকেই মাঠে নেমেছিল এবার। ম্য়াচের শুরু থেকেই এদিন পর্তুগাল কিছুটা আক্রমণাত্মক মেজাজে খেলছিল। বারবার তারা জার্মানির ডি বক্সে হানা দিচ্ছিল। তবে ২০ মিনিটের মাথায় জার্মানির গোরেৎককা ও হাভার্টজের শট পরপর প্রতিহত করে দিয়েছিলেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্তা। কিন্তু এরপরই হাজার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি জার্মানি।
দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে জোশুয়া কিমিখের নিখুঁত পাস থেকে মাথা ছুঁইয়ে জার্মানির জালে বল জড়ান ফ্লোরিয়ান উইর্টজ। এরপরই খোঁচা খাওয়া বাঘের মত আরও তীব্র হয়ে ওঠে রবার্তো মার্তিনেজের দল। দলের পরিবর্ত হিসেবে নামা ফুটবলার ফ্রান্সিসকো কনসেইসাও মাঠে নেমে ৬৩ মিনিটেই দলের হয়ে সমতায় ফেরান ম্যাচ। ২৫ বছর আগে এই জার্মানির বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়েছিলেন কনসেইসাওয়ের বাবা। এদিন ছেলেও দলের জয়ে অবদান রাখলেন। তবে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই রোনাল্ডোই। ৬৮ মিনিটের মাথায় বাঁদিক থেকে নুনো মেন্ডেসের নিঁখুত পাস পায়ে ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন সি আর সেভেন।