দোহা: আজ থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football World Cup 2022)। কাতারে (Qatar) আয়োজিত হচ্ছে এবারের বিশ্বকাপ। ২০০২ সালের পর ফের এশিয়া মহাদেশে বসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর। আর এই টুর্নামেন্টেই ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশের উপরাষ্ট্রপতি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জয়গদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর তার জন্য এবার কাতার পাড়ি দিলেন তিনি।
রবিবার সকালেই কাতারে পাড়ি দিয়েছিলেন উপরাষ্ট্রপতি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও। বিদেশমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল যে কাতারের রাষ্ট্রপ্রধান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে আগামী ২ দিনের সফরে কাতারে যাচ্ছেন জগদীপ ধনকড়। সেখানকার ভারতীয়দের সঙ্গে কথাও বলবেন তিনি। উল্লেখ্য, ভারতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাতার। কাতারের খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ভারতও।
টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা ফ্রান্স শিবিরে
এদিকে বিশ্বকাপ শুরুর আগের দিনই ধাক্কা ফ্রান্স শিবিরে। বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। বেঞ্জেমা শনিবার ফরাসি দলের হয়ে প্রথমবার সম্পূর্ণ অনুশীলনে অংশগ্রহণ করছিলেন, আর সেই অনুশীলনেই লাগে চোট। ব্যথা অনুভব করায় প্রাথমিকভাবে তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তারপরেই পরীক্ষার পর ফরাসি ফুটবল ফেডারেশনের তরফে বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। এক বিবৃতিতে ফেডারেশনের তরফে বলা হয়, 'করিম বেঞ্জেমা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-দিকের উরুতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। দোহার এক হাসপাতালে ওঁর এমআইএর করার পর জানা যায় ওঁর পেশি ছিঁড়ে গিয়েছে।'
বেঞ্জেমার বার্তা
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বেঞ্জেমা লেখেন, 'আমি আমার জীবনে কোনওদিনও হার মানেনি। তবে আজ আমাকে আমরা দলের কথা ভাবতে হবে, যেমনটা আমি বরাবর ভেবে এসেছি। তাই আমাকে এমন একজনের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হবে যে আমাদের দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারবে। আপনাদের সকলের বার্তার জন্য অনেক ধন্যবাদ।'
বিশ্বকাপ থেকে আগেই পল পোগবা ও এনগোলো কঁতের মতে তারকারা ফরাসি দল থেকে ছিটকে গিয়েছিলেন। দিন কয়েক আগেই তারকা ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুঙ্কুও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলেন বেঞ্জেমা।