দোহা: আর কিছুদিনের অপেক্ষা। এরপরই কাতারের মাটিতে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ৩২ টি দল অংশ নিতে চলেছে কাতারে। একাধিক তারকা ফুটবলারের হয়ত কাতারেই শেষ বার ফুটবল বিশ্বকাপ খেলতে নামবেন। প্রত্যেক দলই তাঁদের চূড়ান্ত স্কোয়াড তৈরি করে ফেলেছে। অনেক দল এরমধ্যেই কাতারে পাড়িও দিয়েছে। আর বিশ্বকাপ শুরুর আগেই তার পুরস্কার মূল্য নিয়েও কৌতূহল বেড়েছে সবার মধ্যে।
এক নজরে কাতার বিশ্বকাপের পুরস্কারমূল্য
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ বিশ্বকাপে বিজয়ী দল পাবে ৩৮ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩১৮ কোটি টাকার কাছাকাছি।
রানার্স আপ অর্থাৎ ফাইনালে পরাজিত দল পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ২২৮ কোটি টাকার মত।
তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পাবে যথাক্রমে ২৪.৪৫ মিলিয়ন ইউরো ও ২২.৬৪ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক যথাক্রমে ২০৫ কোটি টাকা ও ১৯০ কোটি।
যেই দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবে তারা পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকার অঙ্কে যার মূল্য প্রায় ১২৯ কোটি টাকা।
রাউন্ড অফ ১৬-তে যেই দল বেরিয়ে যাবে তারা পাবে ১১.৭ মিলিয়ন ইউরো যা ভারতীয় অঙ্কে প্রায় ৯৮ কোটি টাকার মত।
স্পেনের বিশ্বকাপ দলে নেই রামোস
শুক্রবার লুইস এনরিকেও স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা করে দিলেন। উল্লেখযোগ্যভাবে দলে সুযোগ পেলেন না তিন অভিজ্ঞ তারকা সার্জিও রামোস, ডেভিড দ্য় হিয়া, থিয়াগো আলকান্তারা।
নেই অভিজ্ঞত্রয়ী
রামোস বহুদিন ধরেই স্পেনের জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। গত বছরের উয়েফা ইউরো টুর্নামেন্টেও রামোসকে দলে সুযোগ দেননি এনরিকে। তবে সেইসময় রামোস চোট আঘাতে জর্জরিত ছিলেন। এবারে তেমন সমস্যা নেই। তাও দলে সুযোগ পেলেন না তিনি। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য তারুণ্যই ভরসা এনরিকের। স্পেন দলের গড় বয়স মাত্র ২৫-র আশেপাশে। দলে আন্সু ফাটি, পেদ্রি, গাভির মতো একাধিক তরুণ তারকা রয়েছেন। স্পেন কোচ এনরিকের মতে তারুণ্যে ভর্তি দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়ায় ঝুঁকি থাকলেও, সেই ঝুঁকি নেওয়াই যায়।
স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেওয়ার জন্য তিনিই যোগ্য ব্যক্তি বলে মনে করেন এনরিকে। এই বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে সেরা কোচ হিসাবে দাবি করে তিনি বলেন, 'আমি নিজের দক্ষতা নিয়ে সন্দিহান কেন হব? আমি বিশ্বের সেরা কোচ। আমায় যদি আমার খেলোয়াড়দের সেরার শিরোপা জিততে সাহায্য করতে হয়, তাহলে আমিও যে সেরা, সেটা মনে করাটা প্রয়োজনীয়। আমার মতে আমি বিশ্বের সেরা কোচ। জানি এটা একেবারেই সঠিক নয়, কিন্তু এমন মনে করতে ক্ষতি তো নেই।' সোমবার, ১৪ নভেম্বর থেকে স্পেনের জাতীয় দল বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করবে।