কার্ডিফ: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল। ওয়েলসের নেতৃত্বভার সামলেছেন দীর্ঘদিন। বেল পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা, কোপা দেল রে জিতেছেন বেল। এমনকী তাঁর নেতৃত্বেই ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায় ওয়েলস। টটেনহ্যামের জার্সিতে পঞ্চাশের ওপর গোল করেছিলেন ওয়েলসের স্ট্রাইকার। ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরো নিয়ে রিয়াল মাদ্রিদ দলে নিয়েছিল বেলকে। লস ব্ল্যাঙ্কসদের হয়ে মোট ১৭৬ ম্যাচে ৮১টি গোল করেছিলেন। দেশের জার্সিতে মোট ৪১ গোল করেছেন বেল। বয়স ৩৪। অথচ এই বয়সেই বেলের অবসর ঘোষণার সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে।


পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ


পর্তুগাল ফুটবল দলে কোচ হলেন রবার্তো মার্তিনেজ (Roberto Martinez)। গত ফুটবল বিশ্বকাপ (Football World Cup) পর্যন্ত বেলজিয়ামের কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু বেলজিয়াম বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পরই মার্তিনেজ সরে দাঁড়ান বেলজিয়ামের কোচের দায়িত্ব থেকে। অন্যদিকে পর্তুগালের কোচ হিসেবে ইউরো কাপ জিতলেও গত বিশ্বকাপে রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ফার্নান্দো স্য়ান্তােস। 


পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ জানিয়েছেন, ''আমরা মার্তিনেজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই মত উনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওঁনার উদ্যম দেখে আমরা অভিভূত।''


৪৯ বছরের মার্তিনেজ দীর্ঘদিন বেলজিয়াম ফুটবল দলের কোচের দায়িত্ব সামলেছেন। তাঁর কোচিংয়েই বেলজিয়াম বিশ্বের এক নম্বর দল হয়েছিল। এবারের বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় অ্য়াজাররা। এরপরই সমালোচনা হতে থাকে মার্তিনেজকে নিয়ে। অন্য়দিকে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকেও। ফার্নান্দো স্যান্তাসের চাকরি যায় এরপরই। তাঁর স্থলাভিষিক্ত হলেন এবার মার্তিনেজ। 


নতুন বছরে মুখোমুখি রোনাল্ডো বনাম মেসি


 নতুন ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত অভিষেক হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে এবার ঠিক হয়ে গেল অভিষেকের দিনক্ষণ। আর ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। তবে আল নাসেরের হয়ে প্রথম ম্যাচেই খেলতে নামবেন না সি আর সেভেন। আল নাসের ও আল হিলালের মিলিত এক দল যারা পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নামবে। সেই দলের হয়েই খেলবেন রোনাল্ডো। সেক্ষেত্রে লিওনেল মেসির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা প্রবল। 


আরও পড়ুন: জাতীয় দল থেকে মুকেশ ফিরতেই চনমনে বাংলা, চার পেসারে বঢোদরা বধের অঙ্ক