নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ভিসার বিষয়ে কড়াকড়ি করছে কেন্দ্রীয় সরকার। তার ফলে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, ‘গতকাল রাতে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা পেয়েছি। দু-একদিনের মধ্যেই এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের না পাওয়ার বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারব।’

বিসিসিআই-এর এক কর্তা অবশ্য জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ইতিমধ্যেই চলে এসেছেন। তাঁরা যে ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে আইপিএল-এ খেলবেন, সেই ফ্র্যাঞ্চাইজিগুলি চেষ্টা করছে, সংশ্লিষ্ট ক্রিকেটাররা যেন এই সিরিজ শেষ হওয়ার পর দেশে না ফিরে যান। তাহলে তাঁদের আইপিএল-এ খেলতে বাধা থাকবে না। আইপিএল শেষপর্যন্ত হবে কি না, সে বিষয়ে অবশ্য এখনও সংশয় রয়ে গিয়েছে। আইপিএল-এ যে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবেন, তাঁরা বিজনেস ভিসা নিয়ে আসবেন। তাঁদের ভিসায় ছাড় দেয়নি কেন্দ্র। ফলে শেষপর্যন্ত কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।

ভারতে এখনও পর্যন্ত অন্তত ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, ১৫ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক বা চাকরি সংক্রান্ত ছাড়া বাকি সব ভিসা বাতিল করা হচ্ছে। এর ফলেই আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না। এবারের আইপিএল আদৌ হবে কি না, বা দর্শকদের মাঠে প্রবেশাধিকার থাকবে কি না, সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে। বিদেশি ক্রিকেটাররা আইপিএল-এর অন্যতম আকর্ষণ। ফলে তাঁদের ছাড়া ফাঁকা মাঠে খেলা হবে কি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।