সিডনি: ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি জমানা শেষ হয়েছে। অন্তত অধিনায়ক হিসেবে বিরাট জমানা শেষ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। এরপর ওয়ান ডে ফর্ম্যাটে তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত টেস্টে নিজেই নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন অভিজ্ঞ এই ব্যাটার। এবার বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে বড় বয়ান দিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। বিরাট না কি গত বছর আইপিএলের সময়ই ভেবে নিয়েছিলেন যে টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব ছেড়ে দেবেন। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরো আগেই নিজের নেতৃত্ব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর বিরাট লাল বলের ফর্ম্যাটেও নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ঈশা গুহকে এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, '' টেস্টে ওঁর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনায় আমি সত্যিই অবাক ভীষণ। গত বছর আইপিএলের প্রথমে লেগে আমার সঙ্গে বিরাটের কথা হয়েছিল। কিন্তু তখন আমাকে ওঁ বলেছিল যে টি-টোয়েন্টির নেতৃত্ব ও ছেড়ে দিতে চায়। তার বদলে বিরাট এমনও জানিয়েছিল যে টেস্টে নেতৃত্ব দিতে ওঁ কতটা উৎসাহী। বিরাট শুধুমাত্র টেস্টেই অধিনায়কত্ব করতে চেয়েছিল, কারণ ও দায়িত্বটা ভীষণ ভালবাসত। তাই আমি বিরাটের টেস্টে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘটনায় খুবই অবাক হয়েছিলাম।''
কিছুদিন আগেই বিরাট চক্রান্তের শিকার বলে জানিয়েছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি বলেছিলেন, ''আমার মনে হয় এটা অনেক দিন আগে থেকই শুরু হয়েছিল। হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি বিরাট জিততে না পারত, তবে হয়ত ওঁকে সরিয়েই দেওয়া হত। ওঁর বিরুদ্ধে অনেকে রয়েছে। অনেকগুলো লবি কাজ করছে। তাই বাধ্য হয়ে, বলতে গেলে জোর করেই ওঁকে নেতৃত্ব ছাড়তে হল চাপের মুখে।'' আখতার আরো বলেন, ''যাঁরাই তারকা, তাঁদেরই সমস্যার মুখে পড়তে হয়। আমার মনে হয় এগুলো ভুলে এগিয়ে যেতে হবে বিরাটকে। ওঁকে গোটা দেশ ভালবাসে। তাই এই পরিস্থিতিতে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওঁকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। মাঠে নেমে আগের মতো পারফর্ম করতে হবে।''