নয়াদিল্লি: ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের খেলায় বদল আনার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স। তিনি বলেছেন, ‘ও (পন্থ) এখনও তরুণ। ও খেলা শিখছে। ও এখনও পরিণত হয়নি। ওর অফসাইডে স্ট্রোক খেলায় অনেক উন্নতি করতে হবে। এই মুহূর্তে ও শুধু একটি বিভাগেই দক্ষ। ওর খেলায় বদল আনতে বেশি সময় লাগবে না। তবে ওকে যথাযথভাবে অনুশীলন করতে হবে।’


দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের কথা উল্লেখ করে জোন্স বলেছেন, ‘কুইন্টন ডি কক নিজের খেলায় বদল এনেছে। ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিকতম টি-২০ সিরিজে তার প্রমাণ পাওয়া গিয়েছে। সবার মনে হয়েছিল, পয়েন্ট ও মিড-অফের মাঝখান দিয়ে স্ট্রোক খেলতে ওর অসুবিধা হচ্ছে। সেভাবেই ওর বিরুদ্ধে বোলিং করা হচ্ছিল। কিন্তু নেট প্র্যাকটিস ও ভাল টেকনিকের মাধ্যমে ও অনেক বাউন্ডারি মারতে পেরেছে। ওর হাতে নানারকম শট আছে বলে বোলাররা ওকে সমস্যায় ফেলতে পারেনি।’

মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে থাকায় ভারতের হয়ে নিয়মিত সীমিত ওভারের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন পন্থ। কিন্তু তিনি ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারছেন না। এ বিষয়ে জোন্স বলেছেন, ‘সময় খারাপ গেলে নিজের স্ট্রোকের উপর আস্থা থাকে না। কিন্তু টি-২০ ম্যাচে স্বাভাবিক খেলাই খেলতে হয়। কিন্তু এই মুহূর্তে নিজের প্রতিভার উপর পন্থের ভরসা নেই। আমরা চাই ও ৩৬০ ডিগ্রি স্টাইলের খেলোয়াড় হয়ে উঠুক। কিন্তু এই মুহূর্তে ও ১৮০ ডিগ্রি স্টাইলের খেলোয়াড়। ও এখন শুধু লেগসাইডেই রান করছে। ফলে ওকে থামিয়ে দেওয়া সহজ।’