তিনি বলেছেন, ‘ওপরওয়ালার আশীর্বাদে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল অবশেষে নেগেটিভ এসেছে। টেস্টের রেজাল্ট জানতে পেরেছি। এই পুরো সময়টা যাঁরা আমার পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, উদ্বিগ্ন হয়েছেন, চিন্তা করেছেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা খবর নেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল।’
নিজে করোনামুক্ত হলেও স্ত্রী সুমনা হকের সুস্থ হয়ে উঠতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সপ্তাহ দুয়েক কেটে গেলেও আমার স্ত্রীর করোনা পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার প্রার্থনায়, ভালোবাসায় ও ভালো আছে। ওর জন্যও প্রার্থনা করছি।’
বাড়িতে থেকেই যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সম্ভব, সেটিই আবার বললেন মাশরাফি। তিনি বলেন, ‘দেখুন পুরোপুরি বাড়িতে থেকে চিকিৎসা করিয়েই আমি সেরে উঠেছি। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সবার উদ্দেশে বলছি, সাহস হারাবেন না। ওপরওয়ালার উপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই চালিয়ে যেতে হবে।’ মাশরফির সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ।