নয়াদিল্লি: দেশের নানা রাজ্যে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর্ব চলছে এখন। আইসিএসই, আইএসসি, সিবিএসই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফল বেরিয়েছে বা বেরচ্ছে। অনেক ক্ষেত্রে চমকে দেওয়া রেজাল্ট করেছে অনেকে, অনেকে প্রত্যাশামতো ফল করতে পারেনি। যারা দ্বিতীয় দলে, ভাল করতে না পেরে ভেঙে পড়েছে, তাদের ভরসা দিতে একেবারে অন্য রকমের একটি পোস্ট নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দিলেন ইউপিএসসি টপার তথা আইএএস অফিসার নিতিন সাঙ্গওয়ান। তিনি নিজের সিবিএসই রেজাল্টের ছবি দিলেন যেখানে দেখা যাচ্ছে তিনি রসায়নে মোটে ২৪ নম্বর পেয়েছিলেন, অর্থাৎ পাস মার্কের চেয়ে মাত্র এক নম্বর বেশি। ফল দেখে কেউ যাতে হতাশ না হয়ে পড়ে, সেজন্যই এমন একটি পোস্ট দিয়েছেন বলে জানিয়েছেন সাঙ্গওয়ান।


তিনি রেজাল্টের ছবি দিয়ে লিখেছেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কেমিস্ট্রিতে মাত্র এক নম্বর বেশি পেয়েছিলাম পাস মার্কের চেয়ে। কিন্তু দেখো, আমি হতাশ হয়ে পড়িনি। জীবন এক মস্ত সুযোগ, যেখান এক ঝুড়ি নম্বর ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায়। যেমনই রেজাল্ট হোক, হতাশ হয়ো না। খারাপ রেজাল্টের মধ্য দিয়ে বরং নিজেকে আরও একবার খুঁজে দেখার চেষ্টা করো।‘
অর্থাৎ কিনা এভাবেও ফিরে আসা যায়!
নিতিনের মতোই নিজের ইংরেজি নিয়ে পুরানো সমস্যা, অসুবিধার কথা জানিয়েছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান। ট্যুইটারে সক্রিয় কাসওয়ান লিখেছেন, আমারও ইংরেজিতে একই দশা হয়েছিল। আজও হড়কে যাই!


Education Loan Information:

Calculate Education Loan EMI