কলকাতা: আইএসএলের নতুন মরসুম শুরুর আগেই নিজেদের দল ভালভাবেই গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। এবার গোলরক্ষক কোচও নিয়োগ করে ফেলল ক্লাব। চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ লেসলি ক্লিভেলির সঙ্গে চুক্তি করল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের হয়ে কাজ করেছেন লেসলি ক্লিভেলি। এছাড়াও বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। 


এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা কাজে আসবে বলেই মনে করেন লেসলি। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের দায়িত্বে থাকার সময় বুঝতে পারছিলাম যে ২ বাংলার ফুটবল প্রেম কতটা গভীর। আমি ইস্টবেঙ্গলের আবেগটাও বুঝতে পেরেছি। এটা বিরাট একটা ক্লাব। আমি গর্বিত এই ক্লাবের হয়ে কাজ করতে পেরে। আমার কাজ তিন গোলরক্ষকের থেকে সেরাটা বের করে আনা। সেই কারণে পরিকল্পনা করে রেখেছি। তিন জনেরই অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় ওরা দারুণ সফল হবে।’










কার্যত সকলের শেষে দলগঠনে নেমেও মোটামুটিভাবে ঘর গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের ঝড়ের গতিতে সই করিয়েছে। বিদেশি কোচও ঘোষণা করা হয়েছে। সহকারী কোচের পদেও বড় নাম নিয়ে এল ইস্টবেঙ্গল। প্রধান কোচ মানোলো দিয়াজের সহকারী হিসাবে লাল হলুদ শিবিরে যোগ দিলেন অ্যাঙ্খেল পুয়েবলা গার্সিয়া। মানোলোর মতোই যিনি রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ। শুক্রবার সহকারী কোচ ঘোষণার সঙ্গেই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল যে, দলের স্ট্রেংথ ও ফিটনেসের বিষয়েও সামলাবেন তিনি।