লখনউ: করোনা আক্রান্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান।  তিনি লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভর্তি। তাঁর পরিবারের লোকজনেরও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁরা আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ও আর পি সিংহ ট্যুইট করে চেতনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট ও সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন চেতন। টেস্টে ৩১.৫৭ গড়ে তার মোট রান ২,০৮৪। একদিনের আন্তর্জাতিকে ২১.৮৫ গড়ে তাঁর মোট রান ১৫৩। তিনি মহারাষ্ট্র ও দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। বর্তমানে তাঁর বয়স ৭২।

সাতের দশকে টেস্ট ম্যাচে সুনীল গাওস্করের সঙ্গে ওপেন করতেন চেতন। তাঁদের ওপেনিং জুটি বেশ সাফল্য পেয়েছিল। ৫৯ ইনিংসে তাঁদের জুটিতে মোট ৩,০২২ রান ওঠে। এর মধ্যে ১০টি ইনিংসে শতরানের বেশি যোগ করেন এই দুই ব্যাটসম্যান।

টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনও শতরান ছাড়াই ২,০০০ রান করার নজির গড়েন চেতন। তিনি ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেন। লড়াকু ক্রিকেটার হিসেবে তাঁর খ্যাতি ছিল। খেলা ছাড়ার পর ন’য়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন মন্ত্রী হয়েছেন।