কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও তাঁর আরোগ্য কামনা করে বার্তা আসছে।
অমিতাভ করেনাভাইরাস টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ার খবর দিয়েছেন নিজেই। হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন ট্যুইট করে। গত ১০ দিনে তাঁর সংস্পর্শে আসা সকলকেই তিনি পরীক্ষা করানোর আবেদন করেছেন।
প্রসঙ্গত, লকডাউন চলাকালে গত তিন মাসে নিজের সোস্যাল মিডিয়া পেজ ও ব্লগের মাধ্যমে নিয়মিত আপডেট দিয়ে গিয়েছেন বিগ বি। লকডাউনের মধ্যে কী কী করছেন, তা নিয়ে লিখেছেন, পুরানো স্মৃতি উসকে দেওয়া ছবিও পোস্ট করেছেন।