লর্ডসে লজ্জার হারে ক্ষুব্ধ প্রাক্তনরা, ঘুরে দাঁড়াতে পারে টিম ইন্ডিয়া, আশাবাদী ওয়াকার ইউনিস
প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস ট্যুইট করে বলেছেন, ইংল্যান্ড লর্ডসে দারুণ খেলেছে। ভারতীয় দলকে বিধ্বস্ত করেছে তারা। কিন্তু ভারত চূড়ান্তভাবে হেরে গিয়েছে বলে মেনে নিতে পারছি না। প্রত্যাবর্তনের ক্ষমতা ও যোগ্যতা দুটিই রয়েছে ভারতীয় দলের। এখনও সিরিজে অনেক কিছু বাকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহম্মদ কাইফ লিখেছেন, ভারতীয় দল দুটি ইনিংসে মাত্র ৮২ ওভারই টিকতে পেরেছে। ভুল থেকে শিক্ষা না নেওয়াটা দুঃখজনক। এই ম্যাচে প্রতিটি বিভাগেই হেরেছে ভারত। কোনও লড়াই না করে হার স্বীকার করাটা হতাশার।
ভিভিএস লক্ষ্মণ বলেছেন, মুশকিল পরিস্থিতিতে পড়ে গিয়েছিল দল। বিপক্ষের রণনীতিও বুঝতে পারেনি। কিন্তু বিনা লড়াইয়ে এই হার খুবই দুঃখজনক। আশা করছি, বাকি ব্যাটসম্যানরা এই হার থেকে শিক্ষা নেবে।
বীরেন্দ্র সহবাগ বলেছেন, খারাপ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। আমাদের দল যখন ভালো খেলতে না পারে, তাহলে আমরা পাশে দাঁড়াই। কিন্তু বিনা লড়াইয়ে এই হার খুবই হতাশাজনক। আশা করি, প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস দলের রয়েছে।
ব্যাটিং কিংবদন্তী সচিন তেন্ডুলকরের ট্যুইট- ইংল্যান্ডের অলরাউন্ড পারফর্ম্যান্স। অ্যান্ডারসন ও ব্রডেপ দুরন্ত বোলিং স্পেল, সঙ্গে ক্রিস ওকসের দারুণ ব্যাটিং। আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে ফিরতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ১৫৯ রানে বিধ্বস্ত হয়েছে ভারত।ভারতের এই লজ্জার হার নিয়ে ক্রিকেট দুনিয়ায় বিশিষ্টরা প্রতিক্রিয়া জানিয়েছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এভাবে অসহায় আত্মসমর্পন নিয়ে অসন্তুষ্ট। তাঁরা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -