সাউদাম্পটন: যুবরাজ সিংহের পর মাইকেল কারবেরি। আরও এক ক্রিকেটার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কারবেরি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচেই শতরান করলেন। হ্যাম্পশায়ারের হয়ে কার্ডিফের বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন কারবেরি। তিনি ১২১ বলে ১০০ রান করলেন।


গত বছরের জুলাইয়ে ৩৬ বছর বয়সি এই ক্রিকেটারের ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় চিকিৎসা। কাউন্টির দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি কারবেরি। তবে গত বছরের শেষদিক থেকেই তিনি ফের অনুশীলন শুরু করেন। গত মাসে হ্যাম্পশায়ারের হয়ে প্রাক-মরসুম প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে যান কারবেরি। এবার শতরান করে সবাইকে চমকে দিলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৬টি টেস্ট খেলেছেন কারবেরি। ২০১৩-১৪ মরসুমের অ্যাশেজেই তিনি শেষবার ইংল্যান্ডের হয়ে খেলেছেন। একাধিকবার অসুস্থ হয়ে পড়াতেই কারবেরির আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। ২০১০ সালে তাঁর ফুসফুসে রক্ত জমে গিয়েছিল। সেই রোগের চিকিৎসা করে মাঠে ফেরেন এই লড়াকু ক্রিকেটার। এবার ক্যান্সারের মতো মারণব্যাধিকেও হারিয়ে দিলেন তিনি।

কারবেরি বলেছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর এখনও কিছুদিন সময় লাগবে। ক্রিকেটমহলের সবাই পাশে থাকাতেই তিনি মাঠে ফিরতে পেরেছেন। হ্যাম্পশায়ারের হয়ে এই মরসুমে তিনি ভাল পারফরম্যান্স দেখাতে চাইছেন।

দেখুন, কারবেরির এই অসাধারণ ইনিংসের ঝলক