প্রয়াত প্রাক্তন ফুটবল কোচ অমল দত্ত
Web Desk, ABP Ananda | 10 Jul 2016 03:58 PM (IST)
কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবল কোচ অমল দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৫৪ সালের এশিয়ান গেমসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। ভারতের প্রথম পেশাদার কোচ ছিলেন তিনি। ভারতীয় ফুটবলে ডায়মন্ড সিস্টেম চালু করেন অমল দত্ত। মোহনবাগান-ইস্টবেঙ্গলে দীর্ঘদিন কোচিং করেন। ভারতের জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। অমল দত্তর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে আসে।