ম্যাঞ্চেস্টার: ২০১৯ বিশ্বকাপে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সচিন রমেশ তেন্ডুলকর, এই ছবি আগামী রবিবারই আপনি দেখতে পারেন। শুধু অপেক্ষা আইসিসি-র সিলমোহরের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারপার্সনদের হাত দিয়ে বিশ্বকাপ দেওয়ার রীতি ভেঙে এবার অন্য পথে হাঁটার কথা ভাবছে সংশ্লিষ্টমহল। বাকিংহাম প্যালেসেও চিঠি পাঠানো হয়েছে। ব্রিটিশ রাণীর অনুমতির জন্য আবেদনও করা হয়েছে। সূত্রের খবর, বিশ্বকাপ প্রদান অনু্ষ্ঠানে হয়ত দেখা যেতে পারে রাজ পরিবারের সদস্যদেরও। আবার এমনও হতে পারে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের তৎকালীন অধিনায়ক মাইকেল ক্লার্ক জয়ীদের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিচ্ছেন। তবে এই সব ভাবনাই এখনও আলোচনা স্তরে রয়েছে।


বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইসিসি নাকি ছক ভাঙা পথেই হাঁটতে উৎসাহী। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা পিটিআই-কে জানিয়েছে, “অতীতে (২০১৫) ট্রফি তুলে দেওয়া নিয়ে বিবাদের ঘটনা আমাদের জানা। সেবার মুস্তফা কামালের পরিবর্তে বিশ্বকাপ জয়ীদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন এন শ্রীনিবাসন। এবার প্রথা ভেঙে কোনও কিংবদন্তীর হাত দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবা হচ্ছে, সে বিষয়ে আলোচনাও হয়েছে। আইসিসি বাকিংহাম প্যালেসেও চিঠি পাঠিয়েছে বলে শুনেছি।”


প্রসঙ্গত, এই ইস্যুতে সচিনের নাম এগিয়ে থাকার অন্য একটি কারণ হল আইসিসি ও ইউনিসেফের গাঁটছড়া। ঘটনাচক্রে তেন্ডুলকর এই সংস্থার গুডউইল অ্যাম্বাসাডরও। শোনা যাচ্ছে, ফাইনালিস্টদের পদক তুলে দিতে প্রাক্তন অধিনায়কদেরও ডাকা হতে পারে।