মুম্বই: প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দত্তজিরাও। বঢোদরার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দত্তজিরাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দেশের হয়ে ১১টি টেস্ট খেলেছেন দত্তজিরাও। 


পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউ-তে ছিলেন তিনি। ১৯৫২ সালে লিডসে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় দত্তজিরাওয়ের। ১৯৬১ সালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলেন। কেরিয়ারে মোট ৩১৩৯ রান করেছেন ৪৭.৫৬ গড়ে। ১৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ছেলে অংশুমান গায়কোয়াডও দেশের জার্সিতে খেলেছিলেন। 


বঢোদরার প্রাক্তন ক্রিকেটার দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান দত্তজিরাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''মোতিবাগ ক্রিকেট গ্রাউন্ডে নীল রঙের মারুতি গাড়ি থেকে বেরিয়ে বট গাছের তলায় তিনি একাধিক ক্রিকেটারকে প্রশিক্ষণ দিয়েছেন। আজ গায়কোয়াড় স্যারের জন্যই বরোদা ক্রিকেট সহ গোটা ভারতীয় ক্রিকেট একাধিক তারকা পেয়েছে। উনি ভবিষ্যৎ তৈরি করে দিয়ে গিয়েছেন। ওনার প্রয়াণ আমাদের সকলকেই কষ্ট দিয়েছে। একটা বড় ক্ষতি হল ক্রিকেট জগতের।''


 






মোট ১১টি টেস্ট খেলেছেন তিনি এবং তাঁর মোট সংগ্রহ ৩৫০ রান, যার মধ্যে রয়েছে একটি অর্ধশতরান। এছাড়াও ১১০টি ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেছেন দত্তজিরাও।


 


ভিসা সমস্যায় রেহান আহমেদ


 ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল (England Cricket)। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে জয় এলেও দ্বিতীয় ম্য়াচে হারতে হয়েছে স্টোকসদের (Ben Stokes)। তবে মাঠের বাইরের সমস্যা যেন বারবার জর্জরিত হতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে।  প্রথম টেস্টের আগে ভিসা সমস্যা ভুগিয়েছিল ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য ভারতে পা রাখেন তিনি। বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পান ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এবার রাজকোট টেস্টের আগে ভিসা সমস্যায় ইংল্যান্ডের আরও এক তরুণ স্পিনার রেহান আহমেদ। সূত্রের খবর, ইংল্যান্ডের এই তরুণ স্পিনারকে সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য রুখে দেওয়া হয়। যদিও পরে কথাবার্তা বলে সমস্যার সমাধান করা হয়।