ঢাকা: ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীধরন শ্রীরামের কাঁধে গুরুদায়িত্ব দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি-র এক সূত্রের খবর, এশিয়া কাপ এবং টি-টোয়োন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রবিবারই ঢাকা যাওয়ার কথা শ্রীরামের।


এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ দলের কোচিং বিভাগে বড় রদবদল হওয়ার সম্ভাবনার কথা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল । সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এশিয়া কাপেই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে আর দেখা যাবে না । এটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে । ডমিঙ্গোর পরিবর্তে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হতে চলেছে শ্রীরামকে ।


সূত্রের খবর, আপাতত শুধু বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলাবেন শ্রীরাম। বৃহস্পতিবার মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব আল হাসান এবং ক্রিকেট পরিচালনা বিভাগের বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসানও সে রকমই আভাস দিয়েছেন ।


 






নাজমুল অবশ্য সাফ বলেছেন, ‘আমরা শ্রীরামকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত করেছি।’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমরা শক্তিশালী নই। এটা নিয়ে কী করা যায়, ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া কাপ থেকেই দলের মানসিকতা, চিন্তাভাবনা, সব কিছু বদলে ফেলতে চাইছি। এশিয়া কাপে হয়তো নতুন কোচকে দেখা যেতে পারে। আমরা ভাবছি, নতুন করে শুরু করা যায় কি না।’


নতুন শুরুর প্রথম পদক্ষেপ হয়তো কোচিং স্টাফে শ্রীরামের সংযুক্তি। অস্ট্রেলিয়া টিমের স্পিনিং কোচ এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে। তবে ঠিক কী দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে, সেটা এখনও পরিষ্কার নয়। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বাংলাদেশের কোচ হিসেবেই দেখা যাবে শ্রীরামকে। এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ৮টি ওয়ান ডে খেলেছিলেন। অস্ট্রেলিয়া দলে স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংসের কোচিং স্টাফের সঙ্গেও যুক্ত ছিলেন শ্রীরাম।


আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা