Toyota Cars In India: ভারতে ইনোভা ক্রিস্টার ডিজেল মডেলের বুকিং বন্ধ করল টয়োটা। আগামী কয়েক মাসের জন্য কেবল পেট্রল ইনোভা বুকিং (Toyota Innova Crysta) করা যাবে। কোম্পানির এই সিদ্ধান্ত অবাক করেছে ভারতীয় ক্রেতাদের।  


Toyota Innova Crysta: ডিজেল বন্ধ করে তবে কি হাইব্রিডের পথে ক্রিস্টা ?
ভারতে টয়োটার গাড়ি বিক্রির ইতিহাস বলছে,  ইনোভা ডিজেল বরাবরই জনপ্রিয় মডেল। দেশে  টয়োটার গাড়ি বিক্রির অন্যতম মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল এই মডেল।  প্রচুর দাম বৃদ্ধি সত্ত্বেও এর জনপ্রিয়তা কমেনি ভারতীয় বাজারে। এবার সেই মডেলের বুকিং বন্ধ করায় অবাক হচ্ছেন ক্রেতারা। তবে ডিজেলের বুকিং বন্ধ করলেও  পেট্রল ইনোভা ক্রিস্টা বুক করতে পারবেন ক্রেতারা। অটো ব্লগারদের মতে, নতুন প্রজন্মের জন্য একটি পেট্রল হাইব্রিড পাওয়ারট্রেন তৈরি করতে চলেছে কোম্পানি।


Toyota Cars In India: কী পরিকল্পনা রয়েছে টয়োটার ?
মনে করা হচ্ছে, পেট্রল হাইব্রিড ছাড়াও ডিজেলে কিছু পরিবর্তন আনতে পারে কোম্পানি। তবে এই নিয়ে অফিশিয়াল কোনও বিবৃতি দেয়নি কোম্পানি।  অনুমান করা হচ্ছে , নতুন প্রজন্মের ইনোভা ক্রিস্টা আনতে চলেছে টয়োটা। সেই ক্ষেত্রে  পরবর্তী প্রজন্মের ইনোভার পাশাপাশি ইনোভা ক্রিস্টা প্লাস মডেল চালিয়ে যাবে কোম্পানি। সেই পরবর্তী প্রজন্মের ইনোভা ক্রিস্টায় একটি হাইব্রিড পাওয়ারট্রেন আসতে পারে। ডিজেল বা পেট্রল নয়, আগামী দিনে  টয়োটা হাইরাইডারের মতো হাইব্রিড ইঞ্জিন আনার কথা ভাবছে টয়োটা।


Toyota Cars: ফ্লিট সার্ভিস চালু করতে পারে কোম্পানি
শোনা যাচ্ছে, কেবল টয়োটা ইনোভা নয়,  কোম্পানির জনপ্রিয় ফরচুনারের সঙ্গে হাইব্রিড মডেল আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। নতুন প্ল্যাটফর্ম, নতুন হাইব্রিড ইঞ্জিন ছাড়াও অনেক বেশি বিলাসবহুল ইন্টেরিয়রের উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের ইনোভা আনতে চলেছে টয়োটা।  বর্তমান ইনোভা ডিজেলের ভক্তরা আগামী দিনে নতুন প্ল্যাটফর্ম থেকে আরও বেশি মাইলেজ পেতে পারেন। তারা এখনও বর্তমান ইনোভা ক্রিস্টা কিনতে পারবেন। অটো সাইটগুলির মতে, পরবর্তী প্রজন্মের ইনোভাকে ফ্লিট সার্ভিস হিসাবে ব্যবহার করতে পারে কোম্পানি।


Toyota Innova Crysta:কী বিকল্প আনতে পারে কোম্পানি ?
টয়োটার বিক্রির সংখ্যা বলছে, ডিজেল ইঞ্জিনযুক্ত ইনোভার এখনও ভারতে প্রচুর ফ্যান বেস রয়েছে। সেখানে বুকিং বন্ধ করে আসলে পেট্রল ইনোভাকে প্রজেক্ট করতে চাইছে কোম্পানি। সেই কারণেই হাইব্রিড মডেলের বুকিং শুরু করার ডিজেলে  একটি সাময়িক বিরতি দিচ্ছে কোম্পানি।  ভবিষ্যতে হাইব্রিড মডেলগুলির মাধ্যমে একটি সম্ভাব্য বাজার পরীক্ষা করতে চলেছে টয়োটা। তবে পেট্রল গাড়িতে জ্বালানি খরচ বেশি হওয়ায় ইনোভার বিক্রি কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। অন্তত তেমনই মনে করছে অটো সাইটগুলি। 


আরও পড়ুন : Mahindra Scorpio Classic: নতুন সাজে পুরনো স্করপিও, দেখে নিন- ক্লাসিকের নতুন লুক


Car loan Information:

Calculate Car Loan EMI