কলকাতা: অসুস্থ প্রাক্তন ফুটবলার ও কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে। স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।


প্রাক্তন এই অলিম্পিয়ান ভারতীয় ফুটবল মহলে পি কে নামেই বেশি পরিচিত। তিনি ১৯৫৫ থেকে ১৯৬৭ পর্যন্ত ভারতীয় দল ও পূর্ব রেলের হয়ে খেলেন। জাতীয় দলের হয়ে ৪৫টি ম্যাচে তাঁর গোল ১৪টি। ১৯৬২ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। খেলা ছাড়ার পর কোচ হিসেবেও প্রচুর সাফল্য পান তিনি। কলকাতার তিন প্রধান ছাড়াও ভারতীয় দলের কোচ ছিলেন পি কে। তিনি অর্জুন, পদ্মশ্রী, ফিফা অর্ডার অফ মেরিট সহ বহু সম্মান পেয়েছেন। ভারতীয় ফুটবলে তিনি এক বর্ণময় চরিত্র।